নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩ জন ‘০’ রানে আউট! ৫০ বছর পর নিজেদের লজ্জার রেকর্ড ভাঙল ভারত

Published on:

india vs nz

কলকাতাঃ বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। প্রথম দুই টেস্টেই হারের সম্মুখীন হয়েছে ভারত। শেষ ম্যাচ সম্মান বাঁচানোর। যদিও, প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৩৫ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ২৬৩ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। তবে এই সিরিজে ভারতীয় দল আরেক লজ্জার রেকর্ড গড়েছে। ৫০ বছর পর নিজেদেরই এক খারাপ রেকর্ড ভেঙেছে ভারতীয় ব্যাটসম্যানরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও অবধি ভারতের ১৩ জন প্লেয়ার শূন্য রানে আউট হয়েছে। যদিও, এখনও খেলা শেষ হয়নি। মুম্বই টেস্টে এখনও এক ইনিংস বাকি রয়েছে ভারতের। আর সেখানে এই সংখ্যা আরও বাড়তে পারে। ভারতীয় টিমের জন্য তিন বা তারও কম টেস্ট ম্যাচের সিরিজে এটাই সবথেকে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। আর সবথেকে বড় বিষয় হল, এটি ঘরের মাটিতে হয়েছে।

৫০ বছর আগে শূন্য রানে আউট হয়েছিলেন ১২ জন

এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ১২ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছিলেন। এবার ৫০ বছর পর নিজেদের সেই লজ্জার রেকর্ড ভেঙেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার অধিনায়কত্বে এই সিরিজে ১২ বছর পর ঘরের মাঠে সিরিজ হেরে যেমন লজ্জার রেকর্ড গড়েছিল ভারত, তেমনই এটাও রোহিত শর্মার অধিনায়কত্বে আরও একটি লজ্জার রেকর্ড।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতীয় দলের লজ্জার রেকর্ড

  • ১৩ জন শূন্য রানে আউট, ২০২৪ বনাম নিউজিল্যান্ড
  • ১২ জন শূন্য রানে আউট, ১৯৭৪ বনাম ইংল্যান্ড
  • ১০ জন শূন্য রানে আউট, ১৯৯৯-২০০০ বনাম অস্ট্রেলিয়া
  • ১০ জন শূন্য রানে আউট, ২০২১ বনাম সাউথ আফ্রিকা

মুম্বই টেস্টে ৩ জন শূন্য রানে আউট

ভারতীয় দল মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলছে। আর এই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দলের তিনজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। সরফরাজ খান, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ প্রথম ইনিংসে কোনও রান না করেই আউট হন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group