কৌশিক দত্ত, কলকাতাঃ টিম ইন্ডিয়ার (Team India) এক প্লেয়ারের নেতৃত্বে খেলবেন ভারতীয় দলের ৪ চার জন অধিনায়ক! এমন কথা শুনলে অনেকেই হয়ত বিশ্বাস করবেন না। কিন্তু এটি সত্য। তবে সেই ভারতীয় অধিনায়কের নাম আপনি হয়ত বিরাট কোহলি অথবা রোহিত শর্মা ভাবতেই পারেন। কিন্তু এদের দুজনার মধ্যে কেউ নন। আসলে আজ যার কথা বলা হচ্ছে, তিনি হলেন টিম ইন্ডিয়ার স্টার প্লেয়ার। তিনি নিজের একার দমে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। জানেন কে সে?
বর্তমানে টিম ইন্ডিয়ার টেস্ট ও একদিনের দলের অধিনায়কত্ব রয়েছে রোহিত শর্মার কাঁধে। ওদিকে T20 দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমারকে T20 দলের দায়িত্ব দেওয়া হয়। যদিও, ২০২৩-র ক্রিকেট বিশ্বকাপের পরেও সূর্যকুমার দলের দায়ভার পালন করেছিলেন।
ওদিকে ভারতীয় দলের আরেক অধিনায়ক হলেন জসপ্রীত বুমরাহ। তিনি চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। টিম ইন্ডিয়া সেই টেস্টে জয়লাভও করেছিল। তবে এই পথম নয়, এর আগেও তিনি ভারতীয় দলের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। আরেকজন হলেন তিলক বর্মা। আসলে টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার ভারতীয় এ দলের অধিনায়কত্ব সামলান। এবার রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও তিলক বর্মা এই চার অধিনায়ক টিম ইন্ডিয়ার অন্য এক প্লেয়ারের নেতৃত্বে খেলবেন।
হার্দিক পান্ডিয়ার অধীনে খেলবেন টিম ইন্ডিয়ার ৪ অধিনায়ক
আসলে আজ কথা হচ্ছে টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে। গত IPL মরশুমে হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন। গতবার মুম্বই দলে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও তিলক বর্মা এই চার জনই ছিলেন। এরা সবাই হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলাছেন।
IPL 2025-এ পাঁচ জনকেই রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএল ২০২৫-এ এই পাঁচ জন প্লেয়ারকেই রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এদের সবাইকে একসাথে আইপিএল ২০২৫ এ খেলতে দেখা যাবে। গতবারের মতো এবারেও যদি হার্দিককে অধিনায়ক করা হয়, তাহলে টিম ইন্ডিয়ার চার অধিনায়ক হার্দিকের নেতৃত্বেই খেলবেন এ বছরও।
যদিও, গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ পাঁচ পাঁচবার IPL জয়ী MI গতবছর হতাশাজনক পারফর্ম করেছিল। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতেই জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাই এবার হার্দিককে ফের অধিনায়ক করা হবে কি না, সেই নিয়ে রয়েছে জল্পনা।