কৌশিক দত্ত, কলকাতাঃ ভারতীয় দলের অলরাউন্ডার তিনি। তুলনা করা হয় কপিল দেবের সাথেও। আজ কথা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে। একসময় দল থেকে বাদ পড়ার অবস্থা হয়েছিল। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেতে গোটা দলকে ডুবিয়েছিলেন তিনি। কিন্তু তার উপর আস্থা রাখে BCCI। T20 বিশ্বকাপে সুযোগ দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। এই নিয়ে অনেকে সমালোচনাও করেছিলেন। কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
এবারের IPL-এ ১৬.৩৫ দর পেয়েছেন হার্দিক পান্ডিয়া
২০২৫-র IPL-এও মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য তিনি। এবার তাঁকে অধিনায়ক করা হবে কি না, তা জানা নেই। তবে এবার তাঁকে ১৬.৩৫ কোটি টাকা দিয়ে রিটেন করেছে MI। কিন্তু এই হার্দিক পান্ডিয়াই একসময় মাত্র ৪০০ টাকার জন্য খেলেছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে হার্দিক নিজেই বলছেন যে, ‘তোমার ৪০০ টাকা অনেক কাজে এসেছে”
ভাইরাল ভিডিওতে হার্দিক পান্ডিয়াকে টেনিস বল ক্রিকেটের নির্বাচককে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে। ভিডিওতে পান্ডিয়া জানাচ্ছেন যে, সেই সময় একদিনের ম্যাচ খেলে তিনি ৪০০ টাকা পেতেন।
একটা সময় হার্দিক পান্ডিয়া গুজরাটের বিভিন্ন শহর, গ্রামে টেনিস বল টুর্নামেন্ট খেলতে যেতেন। গোদা বাংলায় যাকে বলয়া হয় ‘খেপ খেলা’। হার্দিক স্বীকার করেছেন যে, ওই ম্যাচ ফিসের কারণেই প্রথমের দিকে সংঘর্ষ করার রসদ পেতেন তিনি।
View this post on Instagram
পুরনো দিনের কথা স্মরণ করে টেনিস বল সিলেক্টরের ভূমিকাকেও সম্মান জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের অলরাউন্ডার জানিয়েছেন যে, সেই সময়কার ৪০০ টাকা ফিসই আজকে তাঁকে এই জায়গায় নিয়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও সবার মন ছুঁয়ে গিয়েছে।