কৌশিক দত্ত, কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে বড়সড় ঝটকা খেল টিম ইন্ডিয়া। সিডনি টেস্টে ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়েন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
দ্বিতীয় দিনে মাঠে নেমে বলও করেছিলেন বুমরাহ। নিয়েছেন একটি উইকেটও। এরপর ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়েন তিনি। জসপ্রীত বুমরাহর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে সাপোর্ট স্টাফদের সাথে গাড়ি করে স্টেডিয়ামের বাইরে যেতে দেখা গিয়েছে।
🚨 BUMRAH LEAVES FOR SCANS. 🚨
– Fingers are crossed…!!! 🤞pic.twitter.com/HAdB2tudiX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 4, 2025
বলে দিই, দ্বিতীয় দিনের খেলায় লাঞ্চের ৩০ মিনিট আগেই মাঠ ছাড়েন জসপ্রীত বুমরাহ। তবে এরপর তিনি আবার ফেরতও এসেছিলেন। কিন্তু লাঞ্চের পর বুমরাহ মাত্র এক ওভারই মাঠে ছিলেন, এরপর তাঁকে বাধ্য হয়েই বাইরে চলে যেতে হয়। রোহিত শর্মা না খেলায় ও বুমরাহ মাঠ ছাড়ায় বর্তমানে বিরাট কোহলি টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাচ্ছে।
জসপ্রীত বুমরাহ বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে ১০ ওভারই বল করেছেন। ৫ টেস্টের ৯ ইনিংসে এখনো অবধি ৩২ উইকেট নিয়েছেন বুমরাহ। এই সিরিজে বুমরাহর পর দ্বিতীয় ভারতীয় সবথেকে উইকেট টেকার বোলার হলেন মহম্মদ সিরাজ। তিনি ১৮ উইকেট নিয়েছেন।