কৌশিক দত্ত, কলকাতাঃ একসময় খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে। এবার সেই দলেরই কোচিং করার প্রস্তাব এল টিম ইন্ডিয়ার প্রাক্তন প্লেয়ারের কাছে। তবে বাংলার ক্রিকেটার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানা যাচ্ছে। আজ কথা হচ্ছে টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে নিয়ে। জানা যাচ্ছে যে, তিনি KKR-র সহকারী কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা জানিয়ে দিয়েছিলেন যে, তিনি রঞ্জি ট্রফির পরই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেবেন। আর অবসরের পর ভবিষ্যতে তিনি কোচিংয়ের পরিকল্পনা নিয়েছেন। কিন্তু পরিকল্পনা থাকার পরেও কেন KKR-র প্রস্তাব ফেরালেন ঋদ্ধি?
কেন KKR-র কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন ঋদ্ধিমান সাহা?
জানা গিয়েছে যে, কলকাতা নেইট রাইডার্সের সহকারী কোচ হওয়ার প্রস্তাব গিয়েছিল ঋদ্ধিমান সাহার কাছে। KKR-র বর্তমান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ডেপুটি হওয়ার প্রস্তাব গিয়েছিল ঋদ্ধিমান সাহার কাছে। তবে তিনি তা ফিরিয়ে দিয়েছেন। আসলে IPL-এ কোচিংয়ের প্রলোভনে পয়া দিতে চাইছেন না ভারতের হয়ে ৪০ টেস্ট খেলা উইকেটকিপার। জানা গিয়েছে যে, তিনি নিজেই ঘনিষ্ঠমহলে এই কথা জানিয়েছেন। ঋদ্ধিমান সাহার ঘনিষ্ঠ মহল জানিয়েছে যে, তাঁর কোচিংয়ের পরিকল্পনা রয়েছে ঠিকই, কিন্তু সে তাড়াহুড়ো করতে চায়না। এমনকি IPL-এ ধীরে ধীরে পা রাখার পরিকল্পনা রয়েছে তাঁর।
ঋদ্ধিমান সাহা কেরিয়ার | Wriddhiman Saha Career |
বলে দিই, ঋদ্ধিমান সাহা ভারতের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেখানে ৫৬ ইনিংসে তিনি ১৩৫৩ রান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১১৭। এর মধ্যে তিনি ৩টি সেঞ্চুরি আর ৬টি হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়াও ভারতের হয়ে তিনি ৯টি একদিনের ম্যাচ খেলেছেন। যেখানে ৫ ইনিংসে তিনি ৪১ রান করেছেন।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা পাকিস্তানের, টিমে দুটি বড় চমক
Wriddhiman Saha IPL Career
ওদিকে আইপিএলে ঋদ্ধিমান সাহা ৫ দলের হয়ে ১৭০টি ম্যাচ খেলেছেন। সেখানে ১৪৫ ইনিংসে তিনি ২৯৩৪ রান করেছেন। IPL-এ তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১১৫ নট আউট। আইপিএলে একটি সেঞ্চুরি আর ১৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।