শেষ দুই ম্যাচের জন্য টিম ইন্ডিয়ায় বদল, নতুন স্কোয়াড ঘোষণা BCCI-র

Published on:

team india bgt

কৌশিক দত্ত, কলকাতাঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের (Team India) ঘোষণা হয়েছে। আর এই ঘোষণায় একটি বদলও দেখা গিয়েছে। আসলে তৃতীয় টেস্টে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন, সেই কারণে তাঁর জায়গায় নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছে বিসিসিআই। তরুণ প্লেয়ার তনুশ কোটিয়ানকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

WhatsApp Community Join Now

মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের আগে টিম ইন্ডিয়ায় মুম্বইয়ের স্পিনার অলরাউন্ডার তনুশ কোটিয়ানকে যুক্ত করা হয়েছে। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন তনুশ। তবে এবার তাঁকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, অক্ষর প্যাটেলকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা হচ্ছিল, কিন্তু অক্ষরের স্ত্রী সন্তানসম্ভবা, এই কারণে তিনি বর্তমানে দলের সঙ্গে যুক্ত হতে পারছেন না।

তনুশ কোটিয়ানের কেরিয়ার |  Tanush Kotian Career

তনুশ কোটিয়ান ৩৩ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৪১.২১ এর গড়ে ২,৫২৩ রান করেছেন। এই ৩৩ ম্যাচে তিনি ১০১ উইকেটও নিয়েছেন। এছাড়াও বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধেও দারুণ পারফর্ম করেছেন তিনি। ওই ম্যাচে তিনি ২টি উইকেট নেন ও ৩৯ রানও করেন। তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচও ঘোষণা করা হয়েছিল।

শেষ দুই ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড

রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, নিতিশ রেড্ডি, তনুশ কোটিয়ান, দেবদত্ত পাডিকল।

সঙ্গে থাকুন ➥
X