কলকাতাঃ আগামী শুক্রবার ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি (Border-Gavaskar Trophy) খেলতে নামবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার পার্থে হবে প্রথম টেস্ট ম্যাচ। আর তার আগেই দুঃসংবাদ টিম ইন্ডিয়ার জন্য। আঙুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা ব্যাটার শুভমন গিল। এখন ভারতীয় দলের সবথেকে বড় চিন্তা হল শুভমন গিলের জায়গায় কে খেলবেন?
ওদিকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও প্রথম টেস্টে অনিশ্চিত বলেই জানা যাচ্ছে। দু’দিন আগেই পুত্র সন্তানের পিতা হয়েছেন রোহিত শর্মা। আর এই কারণেই তিনি নাকি প্রথম টেস্টে খেলবেন না। এছাড়াও শোনা যাচ্ছে যে, ভারতীয় দলের আরেক প্লেয়ার কেএল রাহুলও চোটগ্রস্ত। তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হবে ভারতীয় একাদশ?
শুভমন গিলের জায়গায় বাংলার প্লেয়ারের অভিষেক?
শুভমন গিলের চোটের কারণে তাঁর বদলে তিন প্লেয়ারের কথা ভাবছে বিসিসিআই। অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পাড়িক্কল এবং সাই সুদর্শন আহত শুভমন গিলের জায়গা নিতে পারেন বলে খবর। তবে এই তিনজনের মধ্যে শুধুমাত্র বাংলার প্লেয়ার অভিমন্যু ঈশ্বরণই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রয়েছেন। বাকি দুজনা A দলে রয়েছেন। তাঁদেরকে তড়িঘড়ি অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে বলে খবর।
তাহলে কেমন হবে ভারতীয় একাদশ? কে হবেন অধিনায়ক?
জানা যাচ্ছে যে, যশস্বী জয়সওয়াল ও অভিমন্যু ঈশ্বরণ ওপেন করতে পারেন। তিন নম্বরে থাকতে পারেন বিরাট কোহলি। চারে কেএল রাহুল, পাঁচে ঋষভ পন্থ, ছয়ে ধ্রুব জুরেল, সাতে রবীন্দ্র জাদেজা, আটে ওয়াশিংটন সুন্দর। নয়ে জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ, হর্ষিত রানা।