১২ ম্যাচে ৫৫ উইকেট! লর্ডসে ভারতকে টাইট দিতে ভয়ঙ্কর বোলারকে ডেকে নিল ইংল্যান্ড

Published on:

England Cricket Team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয়ের আশা ধরে রেখেছিল ইংল্যান্ড! হয়তো সেই কারণেই নিজেদের পরিশ্রমে অতিরিক্ত কোনও বৌদ্ধিক উপাদান যোগ করেনি বেন স্টোকসের দল। আর তাতেই মুখ থুবড়ে পড়তে হল ইংরেজদের!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে ভারতকে হালকাভাবে নেওয়ার খেসারত একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হয়েছে ইংল্যান্ডের ছেলেদের। গতকাল এজবাস্টনে বোলিং এবং ব্যাটিং উভয়-বিভাভেই চরম ব্যর্থ হয়েছিল ইংলিশ বাহিনী। ভারতের কাছে একেবারে 336 রানের বিরাট ব্যবধানে পরাস্ত হয়ে নাক কাটা যেতেই আধ ঘণ্টার মধ্যে নতুন বোলারকে দলে নিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলবেন ভয়ঙ্কর পেসার

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে বোলিং বিভাগ খুব একটা জ্বলে ওঠেনি ইংল্যান্ডের। হেডিংলে ও এজবাস্টনে জোফরা আর্চারকে খেলানো সম্ভব হয়নি, তাই ভরসা ছিলেন ব্রাইডন কার্স ও জশ টাংরা। তবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এই দুজনের কেউই নিজেদের নামের প্রতি সে অর্থের সুবিচার করতে পারেননি। ফলস্বরূপ দ্বিতীয় টেস্টে ভারতের কাছে একেবারে লজ্জার পরাজয় দেখল ইংল্যান্ড।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এবার সেই কারণেই, ভারতের কাছে পরাস্ত হওয়ার আধ ঘন্টার মধ্যেই চোট সারিয়ে ওঠা তারকা পেসার গ্যাস অ্যাটকিনসনকে লর্ডস টেস্টের জন্য দলে নিল ইংল্যান্ড। বলা বাহুল্য, গত মে মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন গ্যাস অ্যাটকিনসন। মূলত সেই চোটের কারণেই এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

তবে অবশেষে চোট কেটেছে। উধাও হয়েছে যন্ত্রনা! তাই শেষমেষ দলের দুঃসময়ে একেবারে রক্ষা কর্তার দায়িত্ব নিয়ে ফেললেন গ্যাস। সব ঠিক থাকলে তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে নিজের ভয়ঙ্কর বোলিং আক্রমণ দেখাবেন তিনি।

অবশ্যই পড়ুন: এই ৪ শর্তে ডুরান্ড কাপে খেলবে মোহনবাগান, কমিটির কাছে দাবি পেশ

উল্লেখ্য, ইংল্যান্ডের তারকা পেসার গ্যাস অ্যাটকিনসন আজ পর্যন্ত 12টি টেস্ট খেলেছেন। এই যাত্রায় সব ইনিংস মিলিয়ে সর্বসাকুল্যে 55টি উইকেট তুলেছেন গ্যাস। আপাতত যা খবর, ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের বোলিং বিভাগের দুর্বলতা বুঝতে পেরেই শেষমেষ মোক্ষম অস্ত্র হিসেবে অ্যাটকিনসনকেই ব্যবহার করতে চাইছেন অধিনায়ক স্টোকস। এখন দেখার, লর্ডসের লড়াইয়ে ইংল্যান্ডের এই ব্রহ্মাস্ত্রের বিরুদ্ধে কতটা বল প্রয়োগ করতে পারেন যশস্বী, কে কে এল রাহুল, শুভমন ও ঋষভ পন্থরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group