Indiahood-nabobarsho

ভাগ্য ঘুরবে নাইটদের? IPL-র মাঝপথে KKR-এ যোগ দিচ্ছেন ভয়ঙ্কর পেসার!

Published on:

Terrible pacer May Comeback tor Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট খবর! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে KKR শিবিরে (Kolkata Knight Riders) ফিরছেন তাবড় ভারতীয় পেসার। হ্যাঁ, চোটের কারণে আচমকা IPL থেকে ছিটকে যান তিনি। তবে চোট সেরেছে তাঁর! ফিট হয়ে উঠেছেন ইতিমধ্যেই। এবার অপেক্ষা নাইট শিবিরে ফেরার। কলকাতার একেবারে ঘোর বিপদের সময়ে তুখড় ভারতীয় পেসারের দলে ফেরার খবর আশার ক্ষীণ আলো যোগাচ্ছে KKR সমর্থকদের মনে!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

KKR-এ ফিরছেন উমরান

কাশ্মীরের স্পিডস্টার উমরান মালিককে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলাম থেকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর এরপরই, তাঁকে নিয়ে আশায় দিন গুণতে শুরু করে শাহরুখ খানের দল। তবে আচমকা চোট পাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুম থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে আপাতত তিনি ফিট।

সর্ব শক্তি নিয়ে ফিরছেন নাইট শিবিরে। হ্যাঁ, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, খুব শীঘ্রই কলকাতা নাইট রাইডার্সে ফিরবেন উমরান। অজিঙ্কা রাহানেদের এমন ঘোর দুঃসময়ের মধ্যে 150 গতিতে বল করা খেলোয়াড়ের প্রত্যাবর্তনে খুশির হাওয়া বইছে নাইট শিবিরে। KKR-র হয়ে খেলবেন তো?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের ম্যাচ উইনার, খেলেছেন মোহনবাগানেও, এখন অবস্থা জানলে কাঁদবেন আপনিও

কবে মাঠে নামছেন উমরান?

এখনও পর্যন্ত যা খবর, চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন তিনি। খুব শীঘ্রই নাইট শিবিরে প্রত্যাবর্তন হতে পারে তাঁর। তবে প্রশ্ন উঠছে, স্কোয়াডে ফিরতেই কি তাঁকে একাদশে জায়গা দেবে KKR? সেক্ষেত্রে জানিয়ে রাখি, চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়ায় উমরানের বিকল্প হিসেবে ভারতীয় তরুণ চেতন সাকারিয়াকে স্কোয়াডে টেনেছিল নাইট ম্যানেজমেন্ট।

ফলত, উমরানের শূন্যস্থান পূরণ হয়ে যাওয়ায়, আপাতত এ মরসুমে কলকাতার নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা হচ্ছে না তাঁর। তবে সূত্র বলছে, চলতি মরসুমের শেষ পর্যন্ত নাইট শিবিরে থাকবেন মালিক। কাজেই তাঁর প্রত্যাবর্তন হলে নেট অনুশীলনের সময় দ্রুতগতির পেসারের বিরুদ্ধে জোরালো অনুশীলনের সুযোগ পাবেন KKR ব্যাটাররা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group