বিরাট দুঃসংবাদ! অধিনায়ক বদল IPL জয়ী দলের, কোন পথে হাঁটবে চ্যাম্পিয়নরা?

Published on:

The captain of the champion team changed 48 hours before the start of the IPL 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর 48 ঘন্টা আগে চরম দুঃসংবাদ! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জয়ী দলের অধিনায়কের পদ থেকে সরানো হলো ভারতীয় তারকাকে! কোন দলে এমন পরিবর্তন? সূত্রের খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম সংস্করণের(IPL 2025) প্রাক্কালে দলের নেতার আসন থেকে সরে যাচ্ছেন তাবড় ভারতীয় তারকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আচমকা বড় বদল IPL জয়ী দলে

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, গত মাসে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় তারকা সঞ্জু স্যামসন। এরপর দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব করারচ্ছিলেন তারকা। এদিকে ঘনিয়ে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

এমতাবস্থায়, সঞ্জু স্যামসনকে 3 ম্যাচের জন্য রাজস্থান রয়্যালসের প্রভাবশালী খেলোয়াড় বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একাদশে রাখার অনুমতি দিয়েছে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স। শোনা যাচ্ছে, খেলোয়াড় নাকি এখনও পুরোপুরি ফিট নন। তাই তাঁকে দিয়ে উইকেটকিপিংও করাতে পারবেনা রাজস্থানের ম্যানেজমেন্ট। আর এই সমস্ত কারণকে সামনে রেখেই 3 ম্যাচের জন্য ভারতীয় তারকাকে অধিনায়কের পদ থেকে সরানো হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

3 ম্যাচে RR-কে নেতৃত্ব দেবেন কে?

প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পুরোপুরি ফিট না হওয়ায় আসন্ন IPL-এ রাজস্থানের প্রথম 3 ম্যাচে সঞ্জু ব্যাট হাতে মাঠে নামলেও ফিল্ডিং করতে পারবেন না। সেই সাথে উইকেটকিপিং করার অনুমতিও নেই ভারতীয় তারকার। এখন প্রশ্ন, স্যামসন যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন সে ক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন কে? শোনা যাচ্ছে, রাজস্থানের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগকে সঞ্জুর অনুপস্থিতিতে 3 ম্যাচে অধিনায়কত্ব করার দায়িত্ব দিয়েছে ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান সঞ্জু

গতমাসে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন এক হাইভোল্টেজ ম্যাচে জোফ্রা আর্চারের দুরন্ত বলের মুখোমুখি হয়ে আচমকা আঙুলে গুরুতর চোট পান স্যামসন। সূত্রের খবর, চোট এতটাই গুরুতর ছিল যে আঙুলে অস্ত্রোপচার করা হয়েছিল খেলোয়াড়ের। তারপর থেকেই বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব করাচ্ছিলেন সঞ্জু। তবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসক দল সূত্রে খবর, সঞ্জু এখনও পুরোপুরি ফিট নন। তবে রাজস্থানের হয়ে শুধুমাত্র ব্যাটিং করবেন তিনি।

অবশ্যই পড়ুন: আজই যুজি-ধনশ্রীর মামলার রায়দান, টিম ইন্ডিয়ায় প্রবেশের রাস্তা চিরতরে বন্ধ হল চাহালের?

বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস

গত মরসুমে সঞ্জু স্যামসনের নেতৃত্বে তৃতীয় স্থানে থেকে যাত্রা শেষ করেছিল রাজস্থান। এমতাবস্থায়, এহেন একজন খেলোয়াড়ের চোট দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দলীয় কর্তাদের। সঞ্জু দলের হয়ে ব্যাটিং করবেন ঠিকই, তবে তাঁর মতো একজন দক্ষ ভারতীয় তারকাকে আগামী তিন ম্যাচে অধিনায়কের দায়িত্বে না পেলে যথেষ্ট চাপে পড়তে পারে RR। পাশাপাশি খেলোয়াড়ের জোড়া গ্ল্যভসের দক্ষতা অর্থাৎ উইকেট কিপিংয়ের অভাবও পরপর 3 ম্যাচে অনুভব করবে দল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group