পিছন থেকে গাড়ি এসে সজোরে ধাক্কা! দুর্ঘটনার সম্মুখীন রাহুল দ্রাবিড়, কেমন আছেন তিনি?

Published on:

The former Indian cricketer's car was hit by a goods auto

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অটো চালকের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দ্রাবিড়কে অটোচালকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর রাস্তা ধরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দ্রাবিড়। এমন দ্রুত গতিতে ছুটে আসা একটি মাল বোঝাই অটো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের গাড়িতে ধাক্কা মারে। এরপরই মেজাজ হারান দ্রাবিড়। শুরু হয় জোর বিতর্ক। তবে রাহুল গাড়ি চালাচ্ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিও

গতকাল সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গিয়েছে, আকস্মিক দুর্ঘটনার পর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা পরীক্ষা করছেন দ্রাবিড়। পাশেই দাঁড়িয়ে রয়েছেন অটোচালক। ভিডিওটিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে অটো চালকের উদ্দেশ্যে কিছু বলতে দেখা গিয়েছে। সম্ভবত তাকে গাড়ির ক্ষয়ক্ষতির বিষয়টি বোঝাচ্ছিলেন দ্রাবিড়। অটোচালকও হাল ছাড়ার পাত্র নন। তিনিও রাহুলের সাথে তর্ক করছেন। যেই ভিডিও সমাজ মাধ্যমে পা রাখতেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে।

 

অটো চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে?

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের গাড়িতে জোরালো ধাক্কা মারার পর অটো চালকের সাথে দ্রাবিড় তীব্র বিতর্কে জড়িয়ে ছিলেন ঠিকই, তবে দুর্ঘটনার জন্য ক্ষয়ক্ষতি দাবি করে ওই চালকের বিরুদ্ধে কোনও রকম মামলা দায়ের করা হয়নি। সূত্র বলছে, থানায় মামলা দায়ের না হলেও ওই অটোচালকের ঠিকানা ও ফোন নম্বর নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: 24 ঘণ্টায় দুই দেশে দুই দলের হয়ে ম্যাচ, তাক লাগালেন KKR-এর অলরাউন্ডার

কেউ আহত হননি

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিতর্কের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই প্রশ্ন করেছিলেন, দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা। রিপোর্ট বলছে, অটোর সাথে সংঘর্ষে দ্রাবিদের গাড়ির তেমন কোনও ক্ষতি হয়নি। মূলত, গাড়ির সামনের দিকে একটি অংশে হালকা স্ক্র্যাচ এসেছে। তবে স্বস্তির খবর, আকস্মিক দুর্ঘটনায় কেউ আহত হননি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥