বিক্রম ব্যানার্জী, কলকাতা: রঞ্জি ট্রফির গত ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির দুর্দান্ত রেকর্ড গড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। বল হাতেও মুম্বইকে 2টি উইকেট এনে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মেঘালয়ের ম্যাচেও জ্বলে উঠলেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স তারকা। শত্রুপক্ষের ছেলেদের উইকেটের দখল নিয়ে প্রথম দিনেই হ্যাটট্রিক করে বসলেন শার্দুল। সেই সাথে মাত্র 86 রানে গুঁড়িয়ে যায় মেঘালয়ের প্রথম ইনিংস।
মুম্বইয়ের বোলিং মেঘালয়কে মাঠে টিকতে দেয়নি
বৃহস্পতিবার বিকেসি-র শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টস ভাগ্য ফিরেছিল মুম্বইয়ের ঘরে। যার জেরে, দায়িত্ব নিয়ে মেঘালয়কে ব্যাট করতে পাঠায় মুম্বই। মেঘালয়ের হয়ে ইনিংস শুরু করতে নামেন ওপেনার নিশান্ত চক্রবর্তী। তবে মাঠে নামাই সার! প্রথম 4 বলেই তাকে শূন্যতে ফিরতি পথ দেখান শার্দুল। প্রথম ওভারে আর বিপদ বাড়েনি মেঘালয়ের। তবে খেলা দ্বিতীয় ওভারে গড়াতেই দুরন্ত বোলিংয়ে কিষান লিংডোর উইকেট ভাঙ্গেন মোহিত অবস্তি। এদিন মাত্র 2 রান করে সাজ ঘরে ফিরেছেন কিষান। মজার বিষয়, এরপর একে একে শূন্যতে মেঘালয়ের ছেলেদের মাঠ ছাড়া করেন ঠাকুর।
শার্দুলের ঝোড়ো হ্যাটট্রিক
বৃহস্পতিবার শার্দুলের ফর্ম দেখে মনে হচ্ছিল মেঘালয়ের রাতের ঘুম কেড়ে নিতেই মাঠে নেমেছেন তিনি। প্রথম ওভারের সাফল্যের পর 3 ওভারে বল করতে এসেই হ্যাটট্রিকে পা গলান শার্দুল। ওভারের চতুর্থ বল ভারতীয় পেসারকে প্রথম সাফল্য দিয়েছিল। তবে পঞ্চম এবং ষষ্ঠ বল যে উইকেট ভাঙবে তেমনটা আশা ছিল না।
কিন্তু ঠাকুরের কব্জির জোর এদিন 3 ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলে পরপর 2 উইকেট তোলে। যার জেরে হ্যাটট্রিকের মালা গলায় ওঠে শার্দুলের। এদিন 2.4 বলে প্রথম অনিযুদ্ধকে বোল্ড করেন ঠাকুর। পরের বলেই শার্দুলের অস্ত্রে ঘায়েল হন সুমিত কুমার। সবশেষে 2.6 বলে জসকিরৎ সিংকে আউট করে তৃতীয় সাফল্য পেয়ে যান ঠাকুর। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, শার্দুলের অস্ত্রে নাকাল হওয়ার আগে কোনও পরাস্ত ব্যাটারই নিজেদের অঙ্কের খাতা খুলতে পারেননি।
উল্লেখ্য, মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র 2 ওভারে 4 উইকেট তোলেন শার্দুল। তবে তৃতীয় ওভারের পঞ্চম উইকেট তাকে রঞ্জি ট্রফিতে হ্যাটট্রিক পাইয়ে দিয়েছে। বলে রাখি, এর আগে এই কীর্তি গড়েছিলেন জাহাঙ্গির খট, উমেশ কুলকার্নি, আব্দুল ইসমাইল এবং রয়স্টোন ডায়াস।
2025 IPL-এ উপেক্ষিত প্রাক্তন KKR তারকা
গত নভেম্বরের IPL মেগা নিলামে বেস প্রাইস 2 কোটিতে নাম উঠেছিল ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুরের। তবে দুর্ভাগ্য, 10টি ফ্র্যাঞ্চাইজির কেউই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি। যার জেরে আসন্ন মরসুমে কোনও দলেই জায়গা হয়নি শার্দুলের। তবে এর আগে 2018 থেকে 2021 IPL সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে দাপট দেখিয়েছেন ঠাকুর।
অবশ্যই পড়ুন: বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন KKR-এর দুই মহাতারকা
পরবর্তীতে দিল্লি ক্যাপিটালসে সিজন শেষ করে কলকাতা নাইট রাইডার্সে জায়গা হয়েছিল তার। 2023 সিজনে কলকাতার হয়ে 11 ইনিংসে 113 রান করেছেন শার্দুল। তবে 2024 মরসুম শুরু হওয়ার আগেই তাকে ছেঁটে ফেলে শাহরুখের দল। বলা বাহুল্য, পাঞ্জাব কিংসের হাত ধরে 2015- তে IPL-এ অভিষেক হয়েছিল শার্দুলের। পরবর্তীতে 2017 সিজনে রাইজিং পুনেতে যোগ দিয়েছিলেন এই ধুরন্ধর অলরাউন্ডার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |