বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশে যুদ্ধ পরিস্থিতি। তাই এক সপ্তাহের জন্য সম্পূর্ণরূপে স্থগিত হয়ে গিয়েছে IPL। কিন্তু এক সপ্তাহ পর কীভাবে সম্ভব ম্যাচ(IPL 2025)? বোর্ডের একটি সূত্র দাবি করছে, পরিস্থিতি খতিয়ে দেখে তবেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দফা।
সেক্ষেত্রে ইতিমধ্যেই নাকি IPL-র বাকি ম্যাচ গুলির ভেন্যু ঠিক করে ফেলেছে BCCI। শোনা যাচ্ছে, সম্ভাব্য স্টেডিয়াম গুলির তালিকায় নাম উঠেছে কলকাতারও। হ্যাঁ, বেশ কয়েকটি সূত্র দাবি করছে, যুদ্ধ আবহের মাঝে বাতিল হওয়া IPL, এক সপ্তাহ পর পুরো দমে শুরু হলে বেশিরভাগ ম্যাচ গড়াতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে।
কলকাতার পাশাপাশি সম্ভাব্য তালিকায় রয়েছে আরও একাধিক নাম
বোর্ডের বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, এক সপ্তাহ পর পরিস্থিতি স্বাভাবিক হলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশের ম্যাচগুলি কলকাতার পাশাপাশি চেন্নাই, বেঙ্গালুরু, হায়দারাবাদে আয়োজিত হতে পারে। সূত্র বলছে, বোর্ড চাইছে পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি দেশের দক্ষিণের রাজ্যগুলিতেও বাকি ম্যাচ আয়োজন করা হোক। কিন্তু বাকি IPL-র জন্য কেন বেছে নেওয়া হল এই 4 শহরকে?
জানিয়ে রাখি, প্রথমত পাকিস্তানের সীমান্তবর্তী ও নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত শহরগুলিকে তালিকা থেকে বাদ দিয়েছে বোর্ড। কাজেই কলকাতা সহ 4 শহর যেহেতু পাকিস্থানের সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটাই দূরে তাই এই শহরগুলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দফা আয়োজনের ক্ষেত্রে নিরাপদ হবে বলেই মনে করছেন বোর্ড কর্তারা। তাছাড়াও এই শহরগুলিতে একাধিক ক্ষেত্রে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। ফলত, ক্রিকেটারদের যাতায়াতের ক্ষেত্রেও কোনও রকম সমস্যা হবে না।
বোর্ডের বড় সিদ্ধান্ত
ভারতীয় ক্রিকেট বোর্ডের বেশ কিছু সূত্র যা দাবি করছে, বোর্ড নাকি ইতিমধ্যেই নতুন একটি পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে কলকাতা, হায়দারাবাদ, চেন্নাই অথবা বেঙ্গালুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলি আয়োজিত হবে। যদিও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হবে না বলে জানিয়েছে বোর্ডের ওই সূত্র।
অবশ্যই পড়ুন: মাত্র ২ বোতল মদের দামেই তৈরি হয় বন্দে ভারত! কীভাবে? জেনে নিন
কোন ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিতীয় দফা?
জানা গিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে বাতিল হওয়া ধরমশালার দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ দিয়েই দ্বিতীয় দফা শুরু করবে IPL কর্তৃপক্ষ। সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক হতেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণের বাকি অংশ। আর সেজন্য ইতিমধ্যেই নাকি দলগুলোকে তৈরি থাকার কথা বলা হয়েছে। যদিও, প্রতিদিন যেভাবে যুদ্ধ পরিস্থিতি কড়া হচ্ছে তাতে আদৌ IPL 2025 মরসুম শুরু করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে।