Indiahood-nabobarsho

ভারতীয় ফুটবলের কালো দিন! ঐতিহ্যের তকমা হারাল ইস্টবেঙ্গল, মোহনবাগান

Published on:

east bengal mohun bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হার মানল ইস্টবেঙ্গল-মোহনবাগানের (East Bengal-Mohun Bagan) ঐতিহ্যের ডার্বি! হ্যাঁ, ফুটবল বিশ্বে ডার্বির চল রয়েছে বহু আগে থেকেই। দুই শক্তিশালী চেনা প্রতিদ্বন্ধীর মধ্যে লড়াইয়ের চিত্রটা যেন সব ক্ষেত্রেই সমান। লিগ ফুটবলে ম্যানচেস্টার ডার্বি যেখানে সিটিজেন ও ইউনাইটেডের ফুটবলাররা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানায়। একইভাবে মাদ্রিদের দুই দল অ্যাতলেতিকো এবং রিয়াল মাদ্রিদ পরস্পরকে টেক্কা দিতে আপ্রাণ চেষ্টা করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফুটবলের পাশাপাশি ডার্বির চল রয়েছে ক্রিকেটেও। যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চির প্রতিদ্বন্দ্বী ধোনির চেন্নাই সুপার কিংসের হাই ভোল্টেজ ম্যাচ। দুই দল একই শহরের না হলেও ভারতীয় দল হিসেবে একে অপরের চেনা প্রতিদ্বন্দ্বী তারা।

যদিও ডার্বি শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োগ করা হয় ফুটবলে। আর সেই সূত্রে সবচেয়ে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী অর্থাৎ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ডার্বি ছিল ফুটবল জগতের অন্যতম আকর্ষণ। তবে আপাতত মোহ-ইস্ট ডার্বিকেও হার মানালো প্যারিসের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সবচেয়ে নিকটতম ডার্বি হিসেবে জায়গা পেয়েছিল মোহন-ইস্ট

বিশ্ব ফুটবলে এতদিন সবচেয়ে কম দূরত্ব অর্থাৎ ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের অবস্থান কাছাকাছি হওয়ার কারণে ফুটবলের ইতিহাসে সবচেয়ে নিকটতম ডার্বির তকমা পেত এই দুই দলের ম্যাচ। লেসলি ক্লাডিয়াস সরণী থেকে বেরিয়ে বাঁ দিক ঘেঁষে ঠিক 3 মিনিট হাঁটলেই চোখে পড়বে আরেক শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান। তবে এবার সেই দৌঁড়ে এগিয়ে গেল প্যারিসের দুই ক্লাব।

অবশ্যই পড়ুন: মাথায় বাজ বুমরাহর, পদ কাড়তে চলেছে BCCI

জানা যাচ্ছে, ডার্বির রঙচঙে দুনিয়ায় নতুন স্থান দখল করলো ফ্রান্সের লিগ ওয়ানের দুই ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন ও প্যারিস ফুটবল ক্লাব। জানা যাচ্ছে, পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দ্য প্রিন্স থেকে নতুন প্যারিস এফসি মাঠের দূরত্ব বর্তমানে 193 মিটার। আর এই স্বল্প দূরত্বের কারণে ভক্তরা এই দুই ক্লাবের ডার্বিকে বিশ্বের নিকটতম ডার্বির তকমা দিয়ে দিয়েছে। যার জেরে আপাতত মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডার্বি বিশ্বের দ্বিতীয় নিকটতম ডার্বি হয়ে রইল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group