বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমনিতেই ভারতীয় ফুটবল নিয়ে দুর্দশার শেষ নেই! এবার তার ওপর উপরি পাওনা হিসেবে এল দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL-র অনিশ্চয়তার খবর। আসলে বিষয়টা দাঁড়িয়েছে, সদ্য ফেডারেশনের তরফে বার্ষিক ফুটবল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। তবে দুঃখের খবর, সেই ক্যালেন্ডারে দেখা মেলেনি ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2025-26) দিনক্ষণের।
হ্যাঁ, ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডার দেখে এখন দেশের বৃহত্তম ফুটবল লিগ ISL-র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাছাড়াও ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেওয়া একাধিক ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়ে ফেডারেশনের সাথে পুরোদস্তুর সিদ্ধান্ত না হলে ইন্ডিয়ান সুপার লিগে বিনিয়োগ করবে না বলেও জানিয়ে দিয়েছে FSDL।
চুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়
গত ইন্ডিয়ান সুপার লিগে ভারত সেরা হয়েছে মোহনবাগান। বাকি দলগুলি ব্যর্থতার পর এবার নতুন করে নিজেদের সাজিয়ে তুলছে। আর সেই আবহেই দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL নিয়ে বিরাট বিপদে 13টি দল! কেননা, আগামী সিজনে আদৌ ইন্ডিয়ান সুপার লিগ গড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। কারণটা অবশ্য, FSDL-র সাথে চুক্তি হওয়া নিয়ে।
বলে রাখি, চলতি বছরের ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশনের সঙ্গে FSDL-র চুক্তি। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন করে কবে চুক্তি হবে দুই সংস্থার? আদৌ কি চুক্তিতে এগোবে ফেডারেশন ও FSDL? তা না হলে ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ কী? জানা গিয়েছে, যাবতীয় সমস্যা মিটিয়ে নিতে ফেডারেশন কর্তাদের সঙ্গে বেশ কয়েকবার মিটিং করেছে FSDL। যার মধ্যে একবার মুম্বইয়ে এবং অন্যটি দিল্লিতে আয়োজিত হয়েছিল।
আর সেই বৈঠকেই FSDL-র তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ফেডারেশনের সঙ্গে আমাদের যে বার্ষিক আর্থিক চুক্তি রয়েছে, তা নতুনভাবে বাড়িয়ে নেওয়া হলে তার অর্ধেক টাকা দেওয়ার সম্ভব নয়। কারণ হিসেবে FSDL জানায়, ইন্ডিয়ান সুপার লিগ চালাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে FSDL। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ফুটবলের স্বার্থে থাকতে চায় তারা। তবে আর্থিক চুক্তি হলে তা অনেকটা কমই হবে। FSDL-র তরফে এমন প্রস্তাব পেয়ে স্বাভাবিকভাবেই রাজি হয়নি ফেডারেশন।
এরপর আলাদা করে ফেডারেশনকে প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছিল FSDL। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বেশ কয়েকটি সূত্রের খবর, দুপক্ষের দড়ি টানাটানির মাঝে শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় যতদিন না পর্যন্ত সংবিধান নিয়ে আদালতের তরফে নতুন কোনও নির্দেশিকা আসছে, ততদিন FSDL-র সাথে চুক্তি সংক্রান্ত কোনও রকম বৈঠক বা আলোচনায় বসতে পারবে না ফেডারেশন।
এমতাবস্থায়, নিশ্চুপ আবহের মাঝেই নাকি ইন্ডিয়ান সুপার লিগের বেশ কয়েকটি ক্লাবের সাথে বৈঠকে FSDL সাফ জানিয়ে দিয়েছে, যতদিন না পর্যন্ত ফেডারেশনের সাথে নতুন চুক্তি হচ্ছে ততদিন ইন্ডিয়ান সুপার লিগে ম্যাচ গড়াবে না। কাজেই সব মিলিয়ে বলা যায়, ফেডারেশন ও FSDL দুপক্ষের চুক্তি নিয়ে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা আসছে ততদিন আপাতত ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ প্রশ্নের মুখেই থাকবে।
অবশ্যই পড়ুন: নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলার মোহনবাগানে, ডার্বিতে মুখোমুখি দুই ব্রাজিলিয়ন
প্রসঙ্গত, ফেডারেশন ও FSDL-র সমস্যার মাঝেই ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডারে ইন্ডিয়ান সুপার লিগের দিনক্ষণ না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে ISL-র ভবিষ্যৎ নিয়ে। যদিও ফুটবল বিশেষজ্ঞদের বেশিরভাগের দাবি, ফেডারেশনের ক্যালেন্ডারে ISL শুরু-শেষ ও ম্যাচের দিনক্ষণ না থাকারই কথা। অর্থাৎ এর সাথে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল লিগের ভবিষ্যৎ অনিশ্চয়তার কোনও সম্পর্ক নেই। সবশেষে বলি, ইন্ডিয়ান সুপার লিগ আসলে নিয়ন্ত্রণ করে FSDL। সেক্ষেত্রে ওই লিগে ফেডারেশনের কোনও নিয়ন্ত্রণ নেই। ফেডারেশন একপ্রকার বট বৃক্ষের মতোই কাজ করে। ফলত, ফুটবল ফেডারেশনের ক্যালেন্ডারে ইন্ডিয়ান সুপার লিগের দিনক্ষণ থাকবে না এটাই তো স্বাভাবিক।