প্লে অফে জামশেদপুরের হারের কারণ হয়ে উঠতে পারে এই ৩ বাগান তারকা

Published on:

These 3 footballers can be the reason for Mohun Bagan's victory in the ISL 2024-25 playoffs

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা মরসুমে দুরন্ত ফুটবল খেলে বহু আগেই ISL লিগ শিল্ড (ISL 2024-25)নিশ্চিত করেছে মোহনবাগান। টেবিল টপার হয়েই টানা দুবার শিল্ড জিতে রেকর্ড গড়ার পাশাপাশি সেমিফাইনালের মঞ্চে শুরুতেই আসন পাকা করে ফেলেছে তারা। যদিও ইতিমধ্যেই নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে সবুজ মেরুনের শক্ত প্রতিপক্ষ হয়ে উঠেছে জামশেদপুর এফসি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কাজেই কোচ হোসে মোলিনার লক্ষ্য এখন খুব পরিষ্কার। বাগান চাইছে, জামশেদপুরকে উড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগ কাপ ঘরে তুলতে। তবে ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, গোটা সিজনে সফল হলেও লিগ শিরোপা নিশ্চিত করতে এবার মূলত খেলোয়াড়ে মনোযোগী হতে হবে বাগানকে।

যদিও বেশ কয়েকটি সূত্র বলছে, বহু আগেই সেই পরিকল্পনা সেরে রেখেছে গঙ্গা পাড়ের দল। মনে করা হচ্ছে, সেমির রণক্ষেত্রে জামশেদপুরকে শায়েস্তা করতে বড় ব্যবধান গড়ে দিতে পারেন বাগানের 3 তারকা। কারা তাঁরা? রইল তালিকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাগানের হয়ে রুখে দাঁড়াতে পারেন ম্যাকলারেন

বাগানের 31 বছর বযসি ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন এ মরসুমের শুরুর দিকে কিছুটা চাপে ছিলেন ঠিকই তবে লিগের দ্বিতীয়ার্ধে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। এবারের মরসুমে মূলত মোহনবাগানের হৃদপিণ্ড হয়ে খেলেছেন জেমি। বলে রাখি, লিগ পর্বের 22 ম্যাচে 11টি গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সেই সাথেই এ লিগে 14টি ফাইনাল সিরিজ ম্যাচ খেলে মোট 5টি গোল করেছেন ম্যাকলারেন। ফলত বলাই যায়, দুরন্ত ছন্দে থেকেই প্রথমবারের জন্য প্লে অফে নামতে চলেছেন জেমি। বিশেষজ্ঞদের সিংহভাগই মনে করছেন, সেমির মঞ্চে জামশেদপুরের বিরুদ্ধে একেবারে নিজের সেরাটা উজাড় করে দেবেন জেমি। তিনি মাঠে টিকে থাকলে গোল আসবে শুধু বাগানের ঘরেই।

মানবীর সিং

এ মরসুমে মোহনবাগানের ডান প্রান্তের প্রয়োজন হয়ে উঠেছেন ভারতীয় ফুটবলার মানবীর সিং। অন্যান্য দলের সুযোগ নষ্টের রোগের মাঝে তিনি সুবিধা বুঝে সুযোগের সদ্ব্যবহার ভালই করেন। এবারের লিগ পর্বে বাগানের হয়ে 5টি গোল করেছেন সিং। সেই সাথে রয়েছে 4টি অ্যাসিস্ট গোলও। মানবীরই হলেন সেই প্লেয়ার যিনি দলের দুঃসময়ে বারংবার নিজেকে প্রমাণ করেছেন। বিশেষজ্ঞদের মতে, বাগানের ঘরের ছেলে ও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম দৃঢ় যোদ্ধা মানবীর সেমির মঞ্চে দলের হয়ে বড় কিছু করে দেখাতে পারেন।

খেল দেখাতে পারেন কামিংস

বাগানের অন্যতম গোপন অস্ত্র বলা চলে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেসন কামিংসকে। হ্যাঁ, বাগানের অন্যতম সৈনিক তথা দুঃসময়ের সঙ্গী কামিংসই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানতে এক ফোটাও দ্বিধাবোধ করেন না। প্রতিবার 9 নম্বরের পিছনে থেকে সৃজনশীলতা দেখিয়ে এসেছেন তিনি।

অবশ্যই পড়ুন: ৪ কারণে চেনা পিচেও KKR-কে জেতাতে পারেননি রাহানে

এ মরসুমের 22 ম্যাচে বাগানের হয়ে 4টি গোল ও 6টি অ্যাসিস্ট গোল এসেছে তাঁর ঝুলিতে। খেলোয়াড়ের চূড়ান্ত পাস ও গোলমুখী নিখুঁত শট বাগানের ম্যাচে প্রতিপক্ষের ভয়ের কারণ হয়ে উঠেছে। মনে করা হচ্ছে, সেমির মাঠেই ঠিক একই ভঙ্গিতে শত্রু জামশেদপুর এফসিকে নাকাল করতে পারেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group