কলকাতাঃ ১৩ নভেম্বর বুধবার সাউথ আফ্রিকায় তৃতীয় T20 ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল (India Vs South Africa)। টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকা। প্রথম ওভারে উইকেট খোয়ালেও তিলক বর্মা ও অভিষেক শর্মার দুর্দান্ত ইনিংসের জেরে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে ভারত। তিলক বর্মা অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে কড়া টক্কর দেয় সাউথ আফ্রিকাও। মাত্র ১১ রানে পরাজিত হয় তাঁরা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে প্রোটিয়ারা। হেনরিক ক্লাসেন ২২ বলে ৪১ ও ম্যাক্রো জেনসেন বিধ্বংসী ১৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তবে দিনটা তাঁদের ছিল না। ৪ ম্যাচের T20 সিরিজে আপাতত ভারত-২ ও সাউথ আফ্রিকা-১ টি ম্যাচ জিতেছে। তবে এই ম্যাচে ভারতীয় দল জয় পেলেও, দলের তিনজন প্লেয়ার নাক কাটিয়েছেন।
সঞ্জু স্যামসন
তৃতীয় T20 ম্যাচে টিম ইন্ডিয়ার তিন প্লেয়ার সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংয়ের পারফরমেন্সে হতাশ সবাই। প্রথম T20-তে সেঞ্চুরি করা সঞ্জু স্যামসন পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ার সঞ্জুকে নিয়ে এবার উঠছে প্রশ্ন।
Sanju Samson #sanjusamson pic.twitter.com/gTlUUCcdSN
— RVCJ Sports (@RVCJ_Sports) November 13, 2024
হার্দিক পান্ডিয়া
ওদিকে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও হতাশাজনক পারফরমেন্স করেছেন। ব্যাটিং পিচে হার্দিক পান্ডীয়া ১৬ বল খেলে মাত্র ১৮ রান করেছেন। ওদিকে বল হাতে ৪ ওভার করেছেন। সেখানে ৫০ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন তিনি।
Another failure of Hardik Pandya,
Hardik Pandya is 0 without Rohit Sharma. pic.twitter.com/Ge2MWKl3vO
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) November 13, 2024
রিঙ্কু সিং
এছাড়াও টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি রিঙ্কু সিং এই সিরিজে এখনও সন্তোষজনক পারফরমেন্স দেখাতে পারেননি। তৃতীয় T20-তে রিঙ্কু ১৩ বল খেলে মাত্র ৮ রান করেছেন। এর আগের দুটি ম্যাচেও ব্যর্থ হয়েছেন রিঙ্কু। প্রথম ম্যাচে ১০ বলে ১১ রান ও দ্বিতীয় ম্যাচে ১১ বলে ৯ রান করেছিলেন তিনি।
Rinku Singh in SA series
First match – 11(10)
Second match – 9(11)
Third match – 8(13)But nobody will say anything about him, because King ke bat se jo khel rha hai pic.twitter.com/NquDYQft2W
— Vj_45 (@vj_264_45) November 13, 2024