যেই ৩ কারণে শ্রেয়স আইয়ারকে দলে নিতে চাইছে পঞ্জাব কিংস

Published on:

shreyas iyer ricky ponting

কলকাতাঃ ২০২৪ সালে যার নেতৃত্বে IPL-র শিরোপা দখল করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই শ্রেয়স আইয়ারকেই (Shreyas Iyer) এবার ছেড়ে দিতে পারে তাঁরা। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। অক্টোবর ৩১ তারিখ বিসিসিআইয়ের কাছে রিটেন করা প্লেয়ারদের তালিকা দেওয়ার শেষ তারিখ সমস্ত ফ্রাঞ্চাইজিদের। আর এই দিনই, শ্রেয়স আইয়ার সহ বহু প্লেয়ারের ভাগ্য নির্ধারণ হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

KKR এবার শ্রেয়স আইয়ারকে আর দলে চাইছে না বলেই খবর। এমনও শোনা যাচ্ছে যে, শাহরুখ খানের দলের কর্তাদের সঙ্গে অধিনায়ক আইয়ারের বনিবনা চলছে। আর এই কারণে এবার নতুন দলে যেতে হবে আইয়ারকে। শোনা যাচ্ছে যে তিনটি ফ্রাঞ্চাইজি শ্রেয়স আইয়ারকে তাঁদের দলে অন্তর্ভুক্ত করতে চাঁচে। তাঁদের মধ্যে অন্যতম হল পঞ্জাব কিংস। আসলে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন। আর এই কারণে PBKS আইপিএল ২০২৫ এর জন্য নতুন অধিনায়ক খোঁজ করছে। সম্প্রতি রিকি পন্টিংকে তাঁরা দলের প্রধান কোচ হিসেবেও নিয়োগ করেছে।

সফলতা পেয়েছে রিকি পন্টিং, শ্রেয়স আইয়ারের জুটি

২০১৮ সালের IPL-এ গৌতম গম্ভীরের জায়গায় দিল্লি ক্যাপিটলস দলের অধিনায়ক হন শ্রেয়স আইয়ার। ওই সময় DC-র প্রধান কোচ ছিলেন রিকি পন্টিং। সেবার দিল্লি দল পয়েন্ট টেবিলের তলানিতে স্থান পেয়েছিল। এরপর ২০১৯-এ রিকি পন্টিং ও শ্রেয়স আইয়ারের জুটি দিল্লিকে প্লে অফে নিয়ে যায়। ২০২০ সালে আইয়ায়ের নেতৃত্বে দিল্লি দল আইপিএলের রানার্স আপ হয়েছিল। সেই সময়েও দলের কোচ ছিলেন রিকি পন্টিং। এর থেকে পন্টিং ও আইয়ারের জুটির দক্ষতা প্রমাণ হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শান্ত এবং সংগঠিত অধিনায়ক

চোটের কারণে ২০২৩-র আইপিএল থেকে ছিটকে যান শ্রেয়স আইয়ার। সেই সময় তিনি KKR-র অধিনায়ক ছিলেন। তার অনুপস্থিতিতে নীতিশ রাণা কলকাতার দলের দায়িত্ব পালন করেন। এরপর ২০২৪-এ ফের KKR-র ব্যাটন নিজের হাতে নেন শ্রেয়স আইয়ার। পিছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গৌতম গম্ভীর। এরপর ২০২৪-এ KKR তৃতীয়বার আইপিএল সেরার শিরোপা দখল করে।

২৪-র আইপিএলে KKR দলের সবথেকে বড় মাথাব্যথা ছিলেন আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। প্রতিটি ম্যাচে ব্যর্থ হলেও আইয়ার তাঁকে দল থেকে না ছেঁটে তার পাশে দাঁড়িয়েছিলেন। এরপর স্টার্ক প্লে অফে প্রত্যাবর্তন করেন। আইয়ার এমন একজন অধিনায়ক, যিনি দুটি ভিন্ন দলের হয়ে ৭০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন এবং একমাত্র অধিনায়ক হিসেবে দুই দলকে ফাইনালে তুলেছিলেন।

আইয়ারের ব্যাটিং শৈলীর জন্য উপযুক্ত পঞ্জাবের পিচ

২০২৪ এর আইপিএলে পঞ্জাব তাঁদের হোম ম্যাচগুলি ধর্মশালা ও মুল্লানপুরে খেলেছিল। তবে মোহালির মাঠে এই বছর কোনও খেলা আয়োজিত হয়নি। তবে ২০২৫-এ যে হবে না, তা বলা যাচ্ছে না। আর এই তিন মাঠের পিচই ব্যাটারদের জন্য সহায়ক। স্পিনারদের বিরুদ্ধে বড়বড় শট খেলা আইয়ার এই মাঠে নিজেকে আরও বেশি করে মেলে ধরতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের। সেই কারণে পঞ্জাবের কাছে আইয়ার সবথেকে ভালো বিকল্প হয়ে উঠতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group