নরকিয়ার চোটে চাপে KKR, বিকল্প হিসেবে ৫ বোলারের নাম ভাবছে শাহরুখের দল

Published on:

mustafizur rahman

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকাকে বড়সড় ধাক্কা দিয়েছে তারকা পেসার অ্যানরিখ নরকিয়ার (Anrich Nortje) চোট। পিঠে চোট যন্ত্রণা থাকায় আসন্ন আইসিসি টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন তিনি। আর এই ঘটনা ভয় ধরিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবিরেও।

WhatsApp Community Join Now

গত নভেম্বরে আসন্ন IPL মরসুমের জন্য 6.5 কোটি দিয়ে নরকিয়াকে দলে টেনেছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এবার তিনিই চোটের কাছে পরাস্ত। তাই IPL শুরুর আগে প্রোটিয়া পেসার যদি খরা কাটিয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে অগত্যা বিকল্প পেসারের খোঁজ করতে হবে কলকাতাকে।

নরকিয়ার বিকল্প খুঁজতে 5 বোলারের ওপর চোখ থাকবে KKR-র

চ্যাম্পিয়নস ট্রফির টুর্নামেন্ট শেষ হলেই আগামী 21 মার্চ থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত IPl 2025। আর এই মরসুমের ম্যাচগুলিকে পাখির চোখ করে দলের শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল কলকাতা। সেই মতো অজি পেসার মিচেল স্টার্ককে ছেড়ে নরকিয়ার মতো বোলারদের দলে ভিড়িয়েছিল ম্যানেজমেন্ট।

তবে আপাতত চোটের কারণে তাঁকে পাশে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা এবং KKR উভয়ই। তাই আশঙ্কা বাড়ছে নাইট শিবিরে। মনে করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের আগে নরকিয়া যদি মাঠে ফিরতে না পারেন, সেক্ষেত্র একপ্রকার বাধ্য হয়েই নিলামে অবিক্রিত 5 প্লেয়ারের দিকে ঝুঁকবে KKR। কারা তাঁরা?

সুযোগ পেতে পারেন মুস্তাফিজুর রহমান

গত মেগা নিলামে দল পাননি ওপার বাংলার ধুরন্ধর পেসার মুস্তাফিজুর রহমান। আশা ছিল, হয়তো চেন্নাইয়ে ফের ডাক পড়তে পারে তাঁর। তবে সেই সম্ভবনায় জল ঢেলেছে ফ্রাঞ্চাইজিগুলি। আসন্ন IPL-এ দল না পেয়ে একপ্রকার দুঃসময় কাটাচ্ছেন মুস্তাফিজুর। মনে করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগে চোট কাটিয়ে নরকিয়া যদি দলে ফিরতে না পারেন সে ক্ষেত্রে প্রোটিয়া পেসারের বিকল্প হিসেবে নাইট শিবিরে জায়গা হতে পারে বাংলাদেশ টাইগারের।

বলা বাহুল্য, IPL-এ দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুরের। তাঁর ম্যাচ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত 57টি IPL ম্যাচ খেলে 61টি উইকেট ভেঙেছেন রহমান। বিভিন্ন ঘরোয়া লিগ সহ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও দলকে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন বাংলাদেশের এই প্রতিভা।

উইলিয়াম ও’ রোর্ক

নিউজিল্যান্ডের তরুণ প্রতিভা উইলিয়াম ও’ রোর্ক বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন। বলে রাখা ভাল, গত বছর ভারতের চুনকাম সিরিজেও নিউজিল্যান্ড দলের অংশ ছিলেন এই কিউই পেসার। তাঁর হাত ধরে বেশ কয়েকবার কঠিন সময় কাটিয়ে উঠেছিল কিউইরা।

মনে করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকান পেসার নরকিয়া যদি নির্দিষ্ট সময়ের আগে চোট কাটিয়ে মাঠে ফিরতে না পারেন সে ক্ষেত্রে উইলিয়াম ও’ রোর্ককে বিকল্প হিসেবে বেছে নিতে পারে KKR কর্তারা। উল্লেখ্য, সাদা বলের ফরম্যাটে স্থায়ী না হলেও আজ পর্যন্ত 3টি টি-টোয়েন্টি ও 6টি ওডিআই ম্যাচে অংশ নিয়েছেন রোর্ক।

রাইলি মেরেডিথ

IPL ইতিহাসে পাঞ্জাব কিংস থেকে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলে খেলার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ান পেসার রাইলি মেরেডিথের। এই অজি বোলার এখনও পর্যন্ত 18টি IPL ম্যাচ খেলে 19টি উইকেট ভেঙেছেন। শেষবারের মতো 2023 মরসুমে MI-এর হয়ে আক্রমণ শানিয়েছেন তিনি। বিবিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষজ্ঞদের মতে, নরকিয়ার বিকল্প হিসেবে মেরেডিথ KKR-এর জন্য একটি দুর্দান্ত পছন্দ হতে পারে।

অবশ্যই পড়ুন: পায়ে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন, আদৌ ফিট শামি? চ্যাম্পিয়নস ট্রফির আগে বাড়ল গুঞ্জন

জেসন বেহরেনডর্ফ

চোট সারিয়ে কলকাতায় ফিরতে না পারলে অ্যানরিখ নরকিয়ার বিকল্প হিসেবে নাইট শিবিরে খেলার সুযোগ পেতে পারেন অস্ট্রেলিয়ার আরেক ধুরন্ধর পেসার জেসন বেহরেনডর্ফ। মনে করা হচ্ছে, নরকিয়ার বিকল্প হিসেবে শাহরুখের দলে এই তারকার অভিষেক শত্রুপক্ষের জন্য যথেষ্ট দুর্ভাগ্যের হতে পারে। বলে রাখি, 2023 মরসুমে শেষ বারের মতো MI-এর হয়ে খেলেছেন বেহরেনডর্ফ। তাঁর ম্যাচ পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে, এখনও পর্যন্ত মাত্র 12টি ম্যাচ খেলে 14টি উইকেট তুলেছেন জেসন।।

ভাগ্য খুলতে পারে ইংল্যান্ড তারকা গাস অ্যাটকিনসনের!

2024 IPL মরসুম শুরুর আগে মেগা নিলাম থেকে ইংল্যান্ডের তরুণ পেসার গাস অ্যাটকিনসনকে কম দামে কিনে নেয় কলকাতা। তবে জাতীয় দলের চাপ এবং বেশ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স থেকে নাম প্রত্যাহার করেন তিনি। সেই ঘটনার 1 বছর পর ফের তাঁকে দলে ফেরাতে পারে কলকাতা। তবে এই ঘটনা সম্ভব হবে তখনই, যদি চোট যন্ত্রণার কারণে নির্ধারিত সময়ের আগে প্রোটিয়া পেসার নকিয়ার 22 গজে ফেরা না হয়।

বলা বাহুল্য, 2024 সালে ইংল্যান্ডের হয়ে লাল বলের ম্যাচে নিজেকে মেলে ধরেছিলেন অ্যাটকিনসন। তবে সাদা বলের ক্রিকেটে তাঁকে খুব একটা পাশে পায়নি ইংলিশরা। মূলত খেলোয়াড়ের অসামান্য বোলিং দক্ষতা এবং কঠিন পিচে বল সুইং করানোর ক্ষমতা দেখেই আগেভাগে তাঁকে দলে টেনেছিল শাহরুখের ম্যানেজমেন্ট। এবারেও সেই চেনা পথে হাঁটতে পারে তারা।

সঙ্গে থাকুন ➥
X