ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার জয়ের কারণ হয়ে উঠবেন এই ৫ তারকা! তালিকায় বড় চমক

Published:

These 5 cricketers can become match winners for India in the India vs England Test series
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের অপেক্ষায় একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারতবাসী। আর কয়েকটা দিন, তারপরই ইংলিশদের মাটিতে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড (India Vs England) দ্বৈরথ। তবে দুঃখের বিষয়, স্বদেশীদের এই লড়াইটা দুই মহাতারকাহীন।

হ্যাঁ, রোহিত-বিরাটকে ছাড়া শুভমন গিলদের যুদ্ধজয়ের যাত্রা স্বল্প হলেও চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে সূত্র বলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতের যুদ্ধ জয়ের মূল কান্ডারী হয়ে উঠতে পারেন 5 তারকা। খোঁজ নিয়ে জানা গেল, এই পঞ্চ পান্ডবের ওপর নাকি অগাধ আস্থা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। হ্যাঁ, মনে করা হচ্ছে, ইংলিশদের মাটিতে ভারতের পতাকা গেঁথে দিয়ে আসবেন এই 5 ম্যাচ উইনার। তালিকায় রয়েছে বড় চমক।

এই পাঁচ তারকা হয়ে উঠতে পারেন ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ম্যাচ উইনার

শুভমন গিল

রোহিত, বিরাট নেই, তাই ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধজয়ের প্রধান দায়িত্ব গিয়ে পড়েছে ভারতীয় তারকা শুভমন গিলের কাঁধে। তাঁকেই ইংলিশদের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্ব সোঁপে দিয়েছে BCCI। বেশ কয়েকটি সূত্র বলছে, বিদেশের মাটিতে ব্যাট হাতে দাপট দেখাতে পারেন গিল। বিশেষজ্ঞদের মতে, গিলের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব থাকায় যেকোনও প্রকারে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন মাত্র 25 বছর বয়সী এই স্টার ক্রিকেটার।

কে এল রাহুল

ইংল্যান্ডের বিরুদ্ধে কে এল রাহুলের ফর্ম দুর্দান্ত। এখনও পর্যন্ত ইংলিশদের বিরুদ্ধে দুটি দুরন্ত সেঞ্চুরি রয়েছে কে এল-র। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের পিচ কন্ডিশন রাহুল বোঝেন, তাই আসন্ন সিরিজে ভারতের অন্যতম ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন তিনি। তাছাড়াও ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরির রেকর্ড তৈরির সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবেন না রাহুল।

ঋষভ পন্থ

ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের সাম্প্রতিক ফর্ম একেবারেই আকর্ষণীয় নয়। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচেই সেভাবে দাগ কাটতে পারেননি পন্থ। তার ওপর আবার মাঝেমধ্যে ফিটনেসের সমস্যা ভোগায় ক্রিকেটারকে। তবে এসব সত্ত্বেও, অনেকেই মনে করছেন ইংল্যান্ডের মাটিতে জ্বলে উঠতে পারেন ঋষভ। সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে ম্যাচ উইনারের সম্ভাব্য তালিকায় নাম থাকছে তাঁরও।

জসপ্রীত বুমরাহ

সম্প্রতি জল্পনা বেড়েছিল হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। তবে সময়ের সাথে সাথে সেই জল্পনা কিছুটা হলেও কমেছে। বেশ কয়েকটি সূত্র বলছে, 5 ম্যাচের 5 টিতেই অংশ নিতে পারেন বুমরাহ। সেক্ষেত্রে ইংলিশদের বিরুদ্ধে বিরাট রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর। বেশ কয়েকজন বিশেষজ্ঞের দাবি, বুমরাহ যদি ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে খেলতে পারেন, সে ক্ষেত্রে ভারতের জয়ের সম্ভাবনা অনেকটাই পরিষ্কার হবে।

অবশ্যই পড়ুন: আর্মেনিয়া নয়, ভারতের এই বন্ধু রাষ্ট্রটিকে হুমকি দিচ্ছে তুরস্ক! অ্যাকশন নিতে পারে দিল্লি

করুণ নায়ার

দীর্ঘ আট বছরের অপেক্ষার পর অবশেষে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন করুণ নায়ার। আর সুযোগ পেতেই ইংলিশদের বিরুদ্ধে এ দলের হয়ে মাঠ কাঁপাচ্ছেন তিনি। বহু বাঘা বাঘা ক্রিকেটার মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে বড় দৃষ্টান্ত তৈরি করতে পারেন নায়ার। মূলত ওপেনার হিসেবেই ইংলিশদের মাটিতে ভারতীয় দলের যুদ্ধজয়ের প্রধান কারিগর হয়ে উঠবেন তিনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join