বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির (ICC Champions Trophy) টুর্নামেন্ট গড়াবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। আর এই আন্তর্জাতিক ইভেন্টকে লক্ষ্য বানিয়ে ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিভিন্ন দেশ। আয়োজক যেহেতু পাকিস্তান, তাই হাইব্রিড মডেল মেনে ভারতের ম্যাচগুলি ছাড়া বাকি সব ম্যাচই অনুষ্ঠিত হবে পাক ময়দানে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ শানাবে রোহিত শর্মার দল। ধারণা করা হচ্ছে, এবারের টুর্নামেন্টে ব্যাটারদের পাশাপাশি বল হাতে দুর্ধর্ষ ফর্মে থাকতে পারেন ফাস্ট বোলাররাও। বেশকিছু রিপোর্ট মারফত খবর, আসন্ন আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে দ্রুত গতিতে বল ছুঁড়তে পারেন 6 ধুরন্ধর পেসার। রইল তালিকা।
অজি পেসার মিচেল স্টার্ক
রিপোর্ট বলছে, আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে দুর্দান্ত ছন্দে দেখা যেতে পারে। সাধারণত 160 কিমি প্রতি ঘন্টায় বল করা এই অস্ট্রেলিয়ান তারকা এবারে নিজের জাত চেনাতে পারেন বলেই মনে করা হচ্ছে। স্টার্ক মূলত 1.96 মিটার উঁচুতে দাঁড়িয়ে স্টিপলিং বাউন্স সহযোগে গতি ধরতে সিদ্ধহস্ত। বিশ্বের অন্যতম দ্রুতগতির এই পেসার চোখের পলকে বিশ্বের তাবড় তাবড় ব্যাটম্যানের উইকেট তোলার ক্ষমতা রাখেন।
কিউই পেসার লকি ফার্গুসন
আসন্ন আইসিসি টুর্নামেন্টে দলের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন কিউই পেসার লকি ফার্গুসন। মনে করা হচ্ছে তাঁর দুরন্ত বলের কাছে মাথা ঝোঁকাতে বাধ্য হবেন ব্যাটাররা। নিউজিল্যান্ড তারকা ফার্গুসন তাঁর দ্রুত গতিতে উইকেট নেওয়ার জন্য বিখ্যাত। মূলত 157 কিমি প্রতি ঘন্টা গতিতে বল করেন ফার্গুসন।
ইংল্যান্ডের মার্ক উড
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেবেন ইংল্যান্ডের ধুরন্ধর পেসার মার্ক উড। মূলত বলের ঝোড়ো গতির জন্যই তাঁকে ধরে রাখতে চাইছে ইংল্যান্ড। উড সাধারণত 156 কিমি প্রতি ঘন্টা গতিতে বল করে ব্যাটারদের নাকাল করতে সিদ্ধহস্ত।
আরও পড়ুনঃ পায়ে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন, আদৌ ফিট শামি? চ্যাম্পিয়নস ট্রফির আগে বাড়ল গুঞ্জন
জোফরা আর্চার
বারংবার চোটের কারণে নির্দিষ্ট গন্তব্য থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের তুরুপের তাস জোফরা আর্চার। তবে আসন্ন আইসিসি ইভেন্টের আগে আপাতত ফিট তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে খেলতে দেখার সৌভাগ্য হবে ভক্তদের। বলে রাখি, দ্রুত গতিতে বল করে জোরালো আক্রমণ শানাতে মুখিয়ে রয়েছেন জোফরা। মনে করা হচ্ছে 154 কিমি প্রতি ঘন্টা গতিতে বল করা এই বোলার এবার ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন।
ঝোড়ো গতিতে ছুটবে রাবাডার বল
আগত আইসিসি ইভেন্টে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম 300 উইকেটের রেকর্ড গড়েছেন তিনি। সূত্র বলছে 154 কিমি প্রতি ঘন্টা গতিতে বল করা এই বোলার আসন্ন টুর্নামেন্ট রণমূর্তি ধারণ করতে পারেন।
ভারতীয় নক্ষত্র জসপ্রীত বুমরাহ
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলারদের মধ্যে প্রথম সারিতে নাম রয়েছে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে গুরুত্ব পাচ্ছেন। মনে করা হচ্ছে, অন্যান্য সময়ের মতোই এবারেও তাঁর কাঁদে ভর করে শত্রু শিবিরে জোরালো আঘাত হানবে ভারত। তবে সেই সম্ভাবনায় আপাতত অনিশ্চয়তার তীর যোগ করেছে চোট। 153 কিমি প্রতি ঘন্টা গতিতে বল করা এই ভারতীয় পেসার চোট যন্ত্রণা নিয়ে এখন সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন। তাই আসন্ন আইসিসি টুর্নামেন্টে তাঁকে আদৌ পাওয়া যাবে কিনা সে বিষয়ে সংশয়ের জাল বেশ চওড়া।
আরও পড়ুনঃ নরকিয়ার চোটে চাপে KKR, বিকল্প হিসেবে ৫ বোলারের নাম ভাবছে শাহরুখের দল
মহম্মদ শামি
ওদিকে কম জাননা আরেক ভারতীয় পেসার মহম্মদ শামি। ২০২৩ এর ODI বিশ্বকাপে বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া এই বোলার ১ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এবার তিনি চোট সারিয়ে দলে ফিরছেন। ভারতীয় সমর্থকদের আশা এবারও তিনি সেই একই বিধ্বংসী ফর্ম দেখাবেন। তবে কী জানেন, মহম্মদ শামি সবথেকে জোরে বল কত কিমিতে করেছিলেন? তথ্য অনুযায়ী, শামির হায়েস্ট স্পিড বল হল ১৫৩.৩ কিমি। তাই এবার জোরে বোলারদের তালিকায় তাঁর নামও রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |