বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরোদমে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণ। বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগে (IPL 2025) অংশগ্রহণ করেছেন ক্রিকেট দুনিয়ার বহু তাবড় তাবড় খেলোয়াড়। দিগপাল ক্রিকেটারদের তালিকায় ভারতীয়দের পাশাপাশি জুড়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশের তুখড় প্লেয়ারদের নাম।
এহেন আবহে ভরা IPL-র মাঝে উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই, ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিতে পারেন 6 মহাতারকা। সূত্রের খবর, ভারতীয়দের পাশাপাশি দুজন বিদেশি ক্রিকেটার মিলিয়ে এ মরসুম শেষেই এক যুগের অবসান ঘটবে ক্রিকেটে দুনিয়ায়।
IPL 2025 শেষ হলেই বিদায় নিতে পারেন এই 6 মহারথী
মহেন্দ্র সিং ধোনি
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন কুল অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির বয়স বর্তমানে 43 বছর। আসন্ন জুলাইতে 44 বছরে পা দেবেন তিনি। অনেকেই মনে করছেন, ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র ভক্তদের জন্যই IPL খেলছেন ধোনি। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, এ মরসুম শেষ হলেই নিজের জোড়া গ্লাভস ও ব্যাট তুলে রাখবেন মাহি। যদিও সাম্প্রতিক সাক্ষাতকারে সেই আভাস দিয়েছিলেন খোদ ধোনি নিজেই।
অবসর নিতে পারেন অজিঙ্কা রাহানে
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ও সূত্র মারফত খবর, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই নিজের দীর্ঘতম ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে পারেন কলকাতা নাইট রাইডার্সের বর্তমান অধিনায়ক তথা ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলের সেনাপতি অজিঙ্কা রাহানে। মনে করা হচ্ছে, চলতি IPL সিজনে মূলত খারাপ ফর্মের কারণেই ব্যাট তুলে রাখবেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিন
গত বছর অর্থাৎ 2024 সালের 18 ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতের তুখড় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনির নেতৃত্বে বর্তমানে চুটিয়ে IPL খেলছেন তিনি। সূত্র বলছে, এ যাত্রা শেষ হলেই ক্রিকেট থেকে চিরতরে বিদায় নেবেন রবিচন্দ্রন।
মঈন আলি
ইংল্যান্ডের অন্যতম ধুরন্ধর অলরাউন্ডার তথা কলকাতা নাইট রাইডার্সের বিশ্বস্ত তারকা মঈন আলি গত বছরের সেপ্টেম্বরেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। তবে বর্তমানে নাইট শিবিরে জাত চেনাচ্ছেন তিনি। যদিও বল হাতে উইকেট পেলেও ব্যাটে সেভাবে দাগ কাটতে পারেনি মঈন। সূত্র বলছে, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলেই ক্রিকেট থেকে বিদায় নেবেন 37 বছর বয়সি ইংলিশ তারকা।
ফ্যাফ ডুপ্লেসি
40-এর সিঁড়িতে পা দিয়েও চুটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন সাউথ আফ্রিকান প্লেয়ার ফ্যাফ ডুপ্লেসি। তাঁকে সাধারণত কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দেখতে অভ্যস্ত দর্শক, কিন্তু এ বছর তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। সূত্রের খবর, বেশ কিছু ব্যক্তিগত সমস্যা, ধারাবাহিকতার অভাব ও খারাপ ফর্ম নিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলে ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন প্রোটিয়া তারকা।
অবশ্যই পড়ুন: ৩ তুখড় তরুণ ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল! তালিকায় এক মহামেডান তারকা
সবশেষে ইশান্ত শর্মা
গুজরাত টাইটান্স দলে নিজের ভাইয়ের থেকেও ছোট বয়সি অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে মাঠে নামছেন ভারতের অন্যতম দ্রুতগতির বোলার ইশান্ত শর্মা। এ যাত্রায় মোটামুটি ভাল ছন্দ ধরে রেখেছেন তিনি। তবে সূত্র বলছে, চলতি মরসুম শেষ হলেই ক্রিকেট দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবেন ঈশান্ত। যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভারতীয় ক্রিকেটার।