বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক চলমান সংঘাতের কারণে ভেস্তে গিয়েছে IPL। সূত্রের যা খবর, পরিস্থিতি বুঝে আগামি 1 সপ্তাহ স্থগিত থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমতাবস্থায়, 1 সপ্তাহ পর IPL শুরু হলে, কীভাবে বাকি ম্যাচগুলির শূন্যস্থান পূরণ করে ফাইনাল পর্যন্ত পৌঁছানো যাবে তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। তাছাড়াও বোর্ডের একটি সূত্র দাবি করছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি প্রতিটি ম্যাচ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে বোর্ডও।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই, এ নিয়ে IPL কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবে BCCI। এহেন আবহে ভারতে যুদ্ধ পরিস্থিতিতে স্থগিত হওয়া IPL আয়োজন করার ইচ্ছা প্রকাশ করল ক্রিকেট বিশ্বের এক জনপ্রিয় দেশ। শোনা যাচ্ছে ইতিমধ্যেই IPL-র বাকি অংশ আয়োজন করতে চেয়ে BCCI-র কাছে প্রস্তাব পাঠিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড।
IPL-র বাকি অংশটুকু আয়োজন করতে চায় ECB!
সম্প্রতি পাকিস্তানের সাথে সংঘাতের আবহে স্থগিত হওয়া IPL নিয়ে নিজের ব্যক্তিগত মতামত রেখেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। প্রাক্তন ইংলিশ কিংবদন্তি জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশটুকু ইংল্যান্ডে করা যেতে পারে। এদেশে IPL আয়োজনের সমস্ত পরিকাঠামো রয়েছে। সেক্ষেত্রে, টিম ইন্ডিয়ার ছেলেরা টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডেই থেকে যেতে পারবে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফেও নাকি BCCI-কে IPL আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও রিচার্ড গোল্ড নাকি BCCI-কে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর আবেদন জানিয়েছেন। ইংলিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, অবশিষ্ট 16টি IPL ম্যাচ আগামী এক সপ্তাহ পর ভারত যদি দেশে আয়োজন করতে না পারে, সেক্ষেত্রে ইংল্যান্ডে আয়োজন করুক। জানা গিয়েছে, খুব সম্ভবত সেপ্টেম্বরে ইংল্যান্ডে IPL আয়োজন করার প্রস্তাব পেয়েছে BCCI।
অবশ্যই পড়ুন: রোহিতের পথে হেঁটেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির! মাথায় হাত BCCI-এর
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পাকিস্তানের লাগাতার ড্রোন আক্রমণের মাঝে আচমকা বাতিল করা হয় দিল্লি বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ। সেই সাথে, আলো নিভিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আর এই ঘটনার পরই অনেকেই বুঝে গিয়েছিলেন, পাকিস্তানের সাথে চরম উত্তেজনার আবহে শীঘ্রই স্থগিত করা হবে IPL। শুক্রবার সেই সিদ্ধান্তেই পড়েছে হলুদ স্ট্যাম্প। 1 সপ্তাহের জন্য আপাতত স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ। আর সেই ফাঁকেই IPL আয়োজন করতে চাইছে ECB।