IPL 2025-এ উইকেট প্রতি ১.১৩ কোটি টাকা পেয়েছেন এই বোলার! নাম জানলে অবাক হবেন না তো?

Published:

This foreign bowler earned Rs 1.13 crore per wicket in the IPL 2025 season
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) ফ্রাঞ্চাইজির তরফে প্রাপ্ত অর্থ ছাড়াও ম্যাচ ফি সহ অন্যান্য একাধিক উপায়ে মোটা অর্থ আয় করেছেন বিশ্বের বহু ক্রিকেটার। ভারতের উইকেট কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ থেকে শুরু করে শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার সহ বৈভব সূর্যবংশীর মতো অনেকেই রান প্রতি লাখ লাখ টাকা ঘরে তুলেছেন। তবে বিদেশিদের তালিকাটাও বেশ লম্বা।

জানা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে ব্যাটসম্যানদের মধ্যে ফ্যাফ ডুপ্লেসি, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, কুইন্টন ডিক’ক সহ বহু ব্যাটার রান পিছু মোটা অঙ্ক রোজগার করেছেন। তবে বিদেশিদের তালিকায় রয়েছে এক বোলারের নামও। যিনি এবারের IPL এ অংশ নিয়ে প্রতি উইকেটে 1.13 কোটি টাকা আয় করেছেন। চেনেন তাঁকে?

অবশ্যই পড়ুন: বর্ডার গার্ড বাংলাদেশের হাতে গ্রেফতার মালদার যুবতী! কেন গিয়েছিলেন ইউনূসের দেশে?

উইকেট পিছু 1.13 কোটি পেয়েছেন এই বোলার

রাজস্থান রয়্যালসের হয়ে এ যাত্রায় ভয়ঙ্কর বোলিং আক্রমণ দেখিয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। তবে দল অস্তাচলে গেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে মোট 12 ম্যাচে অংশ নিয়ে 11টি উইকেট ভেঙে আলোচনার শিরোনামে উঠে এসেছেন জোফরা। তবে আলোচনার বিষয়বস্তু কিন্তু শুধুই উইকেট নয়, জানা যাচ্ছে, রাজস্থানের 12.10 কোটির এই বিদেশি পেসার উইকেট প্রতি 1.13 কোটি টাকা রোজগার করেছেন। অবাক হলেন?

আসলে রাজস্থানের তরফে পাওয়া 12.10 কোটি টাকা ছাড়াও 12 ম্যাচে অংশ নেওয়ায় ম্যাচ ফি বাবদ মোটা অর্থ পেয়েছেন জোফরা। জানা যায়, 2025 IPL এ জোফরার প্রতি ডিসমিসাল মূল্য 1.13 কোটি টাকা ছিল, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ স্তরের ফাস্ট বোলারদের জন্য বিনিয়োগ করে দলগুলি। তাছাড়াও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ আয়কারী পেসারদের তালিকায় জায়গা হয়েছে জোফরার। বলে রাখি, রাজস্থানের তরফে পাওয়া 12.10 কোটি টাকা সহ 12 ম্যাচের ম্যাচ ফি মিলিয়ে মোট অর্থের হিসেব অনুযায়ী 11 উইকেট ভেঙে প্রতি উইকেট বাবদ 1.13 কোটি টাকা পেয়েছেন জোফরা। যা সত্যিই অভাবনীয়!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join