৭২ বছরের ইতিহাসে এই প্রথম! বর্ডার-গাভাস্কার ট্রফিতে বিরল নজির গড়ল ভারত, অস্ট্রেলিয়া

Published on:

australia vs india bgt

কলকাতাঃ পার্থ টেস্টের মাধ্যমেই শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাস্কার ট্রফি। এই সিরিজের জন্য শুধু ভারত (India), অস্ট্রেলিয়াই (Australia) নয়, অপেক্ষা করে গোটা বিশ্ব। অস্ট্রেলিয়ার কাছে যেমন এই সিরিজ অ্যাসেজের মতো গুরুত্বপূর্ণ। তেমনই ভারতের কাছে এই সিরিজ পাকিস্তানের বিরুদ্ধে খেলা যেকোনও ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। ১৯৯৬ সালে শুরু হওয়া এই সিরিজ আজও জাঁকজমক পূর্ণ। তবে এবারের BGT-তে এমন এক কীর্তি হল, যা অস্ট্রেলিয়ার মাটিতে বিগত ৭২ বছরে হয়নি।

১৫০ রানে অল আউট টিম ইন্ডিয়া

WhatsApp Community Join Now

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ। ভারত ব্যাট করতে নেমেই একের পর এক উইকেট খোয়াতে থাকে। শেষ পর্যন্ত মাত্র ১৫০ রানেই থমকে যায় ভারতীয় দলের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর করেন নিতিশ কুমার রেড্ডি। তিনি ৫৯ বলে ৪১ রান করেছিলেন। ওদিকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেন ঋষভ পন্থ। তিনি ৭৮ বলে ৩৭ রান করেন।

ব্যাকফুটে অস্ট্রেলিয়া

ভারতের ইনিংস শেষে এটাই মনে হয়েছিল যে, অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসকে বড় রানের লক্ষ্য দেবে। কিন্তু সে গুড়ে বালি! বড় রানের লক্ষ্য দেওয়া তো দূরের কথা অস্ট্রেলিয়া ভারতের ১৫০ রানও হয়ত পার করতে পারবে না। ভারতীয় ব্যাটিং ধুঁকলে বল হাতে কামাল দেখান বুমরাহরা। দিনের শেষে অস্ট্রেলিয়া ৬৭ রানে ৭ উইকেট খুইয়ে ধুঁকছে।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে এই নজির প্রথম

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দিনে ভারত ও অস্ট্রেলিয়ার দুই দলের মিলিয়ে মোট ১৭ টি উইকেট পড়েছে। যা ৭২ বছরের ইতিহাসে হয়নি। শেষবার ১৯৫২ সালে অস্ট্রেলিয়ায় মাটিতে একদিনে এত উইকেট পড়েছিল। এছাড়াও BGT-তেও একদিনে এত উইকেট পড়ার নজির এই প্রথম।

ভারতীয় দলের বোলিংয়ের কথা বলতে গেলে, অধিনায়ক জসপ্রীত বুমরাহ আজ মাঠে আগুন ঝরিয়েছেন। বুমরাহ ১০ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ ৯ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ওদিকে কলকাতা নাইট রাইডার্সের স্টার বোলার হর্ষিত রানা আজ অভিষেকেই এক উইকেট পেয়েছেন। তিনি ৮ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

সঙ্গে থাকুন ➥
X