বিক্রম ব্যানার্জী, কলকাতা: সবকিছুর ঊর্ধ্বে দেশ! সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মাঝে এমন বাক্যেই সরব হয়েছে ক্রিড়া মহল। পাকিস্তানের একের পর এক অপরাধমূলক কাজের বিরুদ্ধে গর্জে উঠেছে ক্রিকেট দুনিয়া। সেই সূত্রে বলে রাখি, ভারতীয় ক্রিকেটের সাথে ইন্ডিয়ান আর্মির বহু ক্ষেত্রে যোগ রয়েছে। দেশের বহু ক্রীড়াবিদ, ক্রিকেট বিশেষজ্ঞ, এমনকি মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, কপিল দেবের মতো খেলোয়াড়দের সাথে ভারতীয় সেনার নাম জড়িয়ে।
তবে তাঁরা প্রত্যেকেই সেনার সাম্মানিক পদে আসীন থেকেছেন। কিন্তু, অনেকেই হয়তো জানেন না, টিম ইন্ডিয়ায় এমন এক ক্রিকেটার রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সাথে যাঁর পারিবারিক যোগ একেবারে ওতপ্রোত। হ্যাঁ, এই ভারতীয় ক্রিকেটারের বাবা সেনাবাহিনীতে যুক্ত ছিলেন। এখানেই শেষ নয়, নিজের কর্মজীবনে পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধেও(Kargil War) অংশ নিয়েছিলেন তিনি। সেই ভারতীয় ক্রিকেটার কে? জানা আছে?
কার্গিল যুদ্ধে জীবন বাজি রেখে লড়েছেন এই খেলোয়াড়ের বাবা
ক্রিকেট তাঁর রক্তে। আর দেশপ্রেম? তা তো থাকবেই। ভারতীয় দলের হয়ে খেলা তুখড় ক্রিকেটার ধ্রুব জুরেলের পরিবারের সাথে ইন্ডিয়ান আর্মির বড় যোগ রয়েছে। কারণটা অবশ্য তাঁর বাবা। হ্যাঁ, অন্য কোনও দেশের বিরুদ্ধে নয়, বরং চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে কার্গিলের রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়েছিলেন টিম ইন্ডিয়ার তাবড় প্লেয়ার ধ্রুব জুরেলের পিতা নেম চন্দ।
এক কথায় বলতে গেলে, ভারতীয় তারকার বাবা নেম চন্দ ছিলেন সেনাবাহিনীর জওয়ান। তাঁর হাতেই ছিল পাকিস্তানকে শায়েস্তা করার দায়িত্ব। কাজেই বলা যায়, বাবা দেশের হয়ে সীমান্তে লড়েছেন, আর ছেলে সেই দেশের হয়েই 22 গজের ময়দানে শত্রুদের শায়েস্তা করছে।
ধ্রুবের কেরিয়ার
ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে জাতীয় দলে নিজের জায়গা বুঝে নিয়েছেন উদীয়মান তারকা ক্রিকেটার ধ্রুব জুরেল। জানিয়ে রাখি, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে 4টি টেস্ট ও 4টি টি-টোয়েন্টি খেলেছেন জুরেল। বলা বাহুল্য, গত বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফর চলাকালীন অভিষেক হয়েছিল ধ্রুবের।
অবশ্যই পড়ুন: জল্পনায় জল! ইস্টবেঙ্গলেই রয়ে গেলেন পিভি বিষ্ণু, কত বছরের জন্য?
আর সেই সিরিজেই রাঁচির ময়দানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন একমাত্র অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। আর সেদিনই ইংলিশদের বিপক্ষে 90 রানের উজ্জ্বল ইনিংস খেলার পর একেবারে অভিনব কায়দায় বাবা নেম চন্দকে কুর্নিশ জানান ছেলে জুরেল। মূলত, কার্গিল যুদ্ধে বাবা ওরফে একজন ভারতীয় সেনার অবদান স্মরণ করিয়ে স্যালুট উৎসর্গ করেছিলেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |