IPL শেষে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ! কীভাবে, কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন টেস্ট সিরিজ?

Published:

This is how you can watch the entire India vs England Test series for free
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-র উন্মাদনা শেষ হতেই জাতীয় দলের জন্য গলা ফাটাবেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কেননা, আসন্ন জুনেই শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের (India Vs England) টেস্ট সিরিজ। আগামী 20 জুন থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের সিরিজের কথা মাথায় রেখে গত 24 মে, শনিবার 18 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোহিত, বিরাটহীন সেই দলের প্রধান সেনাপতি করা হয়েছে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলকে, অন্যদিকে গিলের ডেপুটি হিসেবে জায়গা পেয়েছেন উইকেট রক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। এছাড়াও, দীর্ঘ 8 বছর পর টেস্ট দলে ফিরেছেন করুণ নায়ার। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছেন সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দররাও। কিন্তু কীভাবে দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের হাইভোল্টেজ সিরিজ? সম্পূর্ণ বিনামূল্যে কোথায় দুই চির প্রতিদ্বন্দ্বি ম্যাচ দেখবেন? রইল বিস্তারিত।

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দিনক্ষণ

নির্ধারিত সূচি অনুযায়ী, আসন্ন 20 জুন ইংল্যান্ডের হেডিংলেতে শুরু হচ্ছে ইংলিশদের বিরুদ্ধে ভারতের টেস্ট যাত্রা। প্রথম টেস্ট ম্যাচ চলবে 24 জুন পর্যন্ত। এরপর 2 জুলাই থেকে ইংল্যান্ডের এজবাস্টনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ, চলবে 6 জুলাই পর্যন্ত। পরবর্তীতে 10 জুলাই থেকে লর্ডসে অনুষ্ঠিত হবে তৃতীয় টেস্ট ম্যাচ, 14 জুলাই পর্যন্ত এই ম্যাচ হওয়ার কথা। এরপর 23 জুলাই থেকে ম্যানচেস্টারে হবে চতুর্থ টেস্ট ম্যাচ এবং সবশেষে 31 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত ওভালে পঞ্চম অর্থাৎ শেষ টেস্ট চলবে।

কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ?

জানিয়ে রাখি, এ বছর ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সম্প্রচার সত্ব পেয়েছে ভারতের দুই জনপ্রিয় সম্প্রচারকারী সংস্থা অর্থাৎ টেলিভিশন সংস্থা সোনি ও ডিজিটাল মাধ্যম বা OTT প্ল্যাটফর্ম JioHotstar। সেই সূত্র ধরেই, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রতিটি ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস টেলিভিশন চ্যানেলে। অন্যদিকে অনলাইনে অর্থাৎ ডিজিটাল মাধ্যমে ইংলিশদের বিরুদ্ধে ভারতীয়দের লড়াই দেখতে হলে সরাসরি JioHotstar-এর ওয়েবসাইট অথবা অ্যাপে চোখ রাখতে হবে।

অবশ্যই পড়ুন: বেকারত্ব মেটাতে হিমশিম খাচ্ছে ইউনূস! বাংলাদেশে কর্মহীন ২১ লাখের মধ্যে ৮৬ শতাংশই নারী

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘোষিত স্কোয়াড

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক) যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, কে এল রাহুল, করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং, শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join