১০ কোটির অফার পেয়েও প্রত্যাখ্যান, প্রিয় দল KKR-এর জন্য বিরাট ত্যাগ নাইট তারকার!

Published on:

kkr team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 10 কোটির অফার পেয়েও প্রত্যাখ্যান। IPL 2025-এ প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য এমন কীর্তিই ঘটিয়েছেন তিনি। দলের প্রতি নিষ্ঠা ও ভালবাসা বোধ হয় একই বলে। মোটা অঙ্কের লোভ তাঁকে দমিয়ে রাখতে পারেনি। নাইটদের হয়ে 22 গজে দাপট দেখানো রমণদীপ সিং টাকার প্রলোভনকেও হার মানিয়েছেন।

10 কোটির অফার পেয়েও ছেড়ে দেন রমণদীপ?

তিনি নাইট শিবিরের পুরনো যোদ্ধা। বহুবার দলের দুঃসময়ে ব্যাট হাতে মাটি আঁকড়ে পড়েছিলেন। তাই পরিশ্রমের দাম হিসেবে গত বছর তাঁকে IPL 2025 মরসুমের জন্য 4 কোটিতে ধরে রাখে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। বেঙ্গালুরুর বিরুদ্ধে শনিবাসরীয় উদ্বোধনী ম্যাচেও দেখা মিলেছিল তাঁর। শোনা যাচ্ছে সেই তারকাই নাকি প্রিয় দল KKR-এর জন্য 10 কোটির অফার ছেড়েছেন।

সম্প্রতি IPL শুরুর আগের দেনা পাওনার হিসেব নিয়ে কথা বলেছেন নাইটদের তারকা অলরাউন্ডার। রমণদীপ বলেন, KKR ফ্র্যাঞ্চাইজি দুঃসময়ে আমার পাশে থেকেছ, এমন দলকে ছেড়ে যাওয়া ঠিক না। শুধুমাত্র টাকার জন্য যদি কেউ চলে যায়, তবে সেটা কখনই ভাল বিষয় নয়। এরপরই নাইটদের সতীর্থ বলেন, বেশকিছু ফ্রাঞ্চাইজি আমাকে 10 কোটি টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছিল। তবে সেসব নিয়ে আমি বিশেষ কিছুই ভাবিনি।

রমণদীপ আরও বলেন, IPL এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সুযোগ পাওয়াই খেলোয়াড়দের জন্য বড় বিষয় হয়ে দাঁড়ায়। তাই যে ফ্রাঞ্চাইজিতে খেলি, তার প্রতি সবসময় সৎ থাকা উচিত। খেলোয়াড়ের আরও সংযোজন, সব সময় টাকাটা ম্যাটার করে না। সব মিলিয়ে, নাইট অলরাউন্ডারের বক্তব্যে এ কথা স্পষ্ট যে, KKR দলের প্রতি তিনি কতটা সৎ ও নিষ্ঠাবান।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কোন ফ্রাঞ্চাইজি থেকে 10 কোটির অফার পেয়েছিলেন রমণদীপ?

মুম্বই ইন্ডিয়ান্স দলের হাত ধরে IPL কেরিয়ার শুরু করা রমণদীপ মাত্র 20 লক্ষ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। খেলোয়াড় জানিয়েছেন, শুধুমাত্র টাকার জন্য খেলেন না তিনি। কিছু কিছু খেলোয়াড় আছে যাদের কাছে টাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার লক্ষ্য ভারতের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতা।

অবশ্যই পড়ুন: আজ রিচার্জ করলে ২০২৬-এর মার্চ অবধি ফ্রি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio

এক কথায়, KKR-এর প্রতি সৎ থেকে 6 কোটির লোকসান নিয়েও খুব একটা চিন্তিত নন রমণদীপ। তবে ঠিক কোন ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁকে 10 কোটি অফার করা হয়েছিল সেই দল বা ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেননি ভারতীয় ক্রিকেটার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥