রোহিত শর্মার পর কে হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক! তালিকায় ৩ তুখড় প্লেয়ারের নাম

Published on:

captain rohit sharma

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্বল ফর্মের কারণে অবসর নিতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)? তাহলে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক কে? কার কাঁধে চেপে এগোবে ভারতের রথ? মুখে না বললেও সমর্থকদের পাশাপাশি প্রাক্তন ও বর্তমান ভারতীয় তারকাদের ভাবনাতেও এই ধরনের সমগোত্রীয় প্রশ্ন ঘোরাফেরা করছে। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে একের পর এক টেস্টে যেভাবে নিজের ব্যর্থতার বৃত্ত বাড়িয়ে চলেছেন রোহিত। তাতে হিটম্যানের প্রতি সমর্থকদের বিশ্বাস তলানিতে ঠেকেছে।

WhatsApp Community Join Now

তাঁর কাঁধ থেকে ভরসার হাত সরেছে দলীয় কর্তাদেরও। এহেন আবহে ভারতীয় মহাতারকার দুর্ভাগ্যকে সামনে রেখে তাঁর অবসরকে পাখির চোখ করেছেন কেউ কেউ। কাজেই অস্ট্রেলিয়া টেস্টের পর যদি রোহিতের অবসর ঘনিয়ে আসে সেক্ষেত্রে শর্মার বিকল্প হিসেবে টেস্টে ভারতীয় অধিনায়কের দায়িত্ব উঠতে পারে 3 বিকল্প তারকার যে কারোর হাতে। চলুন জেনে নিই ভারতের ভবিষ্যৎ অধিনায়কের দৌঁড়ে এগিয়ে কারা।

অধিনায়ক হতে পারেন জসপ্রীত বুমরাহ

রোহিতের অনুপস্থিতিতে পার্থ টেস্টে দুর্দান্ত ছন্দে ছিল বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতের তারকা পেসারের কাঁধে অধিনায়কের দায়িত্ব দিয়ে যে এক ফোঁটাও ভুল করেনি ম্যানেজমেন্ট, সে কথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে প্রমাণ করেছিলেন জসপ্রীত। তাই রোহিত অবসর নিলেও টেস্টে দলের হাল ধরার যোগ্যতা এবং সাহস দুটোই যে ভারতীয় পেসারের রয়েছে একথা বলার অপেক্ষা রাখে না। চলতি বছর দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করার পাশাপাশি একজন ভারতীয় বোলার হিসেবে একাধিক উইকেট ভেঙেছেন তিনি।

টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাব্য তালিকায় কেএল রাহুলও

চলতি বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি রাহুল। তবে অধিকাংশই মনে করছেন রোহিত শর্মা অবসর নিলে চেনা ছন্দে ফিরতে পারেন ভারতীয় তারকা। অধিনায়ক হিসেবেও যথেষ্ট দক্ষ ভারতের 1 নম্বর জার্সি। তাই শর্মার অবসরের পর জাতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার সুযোগ রয়েছে রাহুলেরও। বলা বাহুল্য, 2022 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির চটের কারণে প্রথমবারের মতো ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন কে এল।

রোহিতের পর নেতৃত্ব পেতে পারেন শুভমন গিল

রোহিতের অধীনে বহুবার ভারতীয় দলে সহ অধিনায়কের কর্তব্য পালন করেছেন ভারতের তরুণ ডান হাতি ব্যাটসম্যান শুভমন। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার গিলের অধিনায়কত্বে জয় পেয়েছিল ভারত। তাই রোহিতের পর টেস্ট ক্রিকেটে ভারতের বিকল্প অধিনায়কের তালিকায় জায়গা হয়েছে তাঁরও। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন, অধিনায়কের দায়িত্ব একবার কাঁধে চাপলে মাঠে টিকে থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচন্ড খিদে রয়েছে এই তরুণ প্রতিভার। বলে রাখা ভাল, জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টির পাশাপাশি শ্রীলঙ্কার সাথে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজেও ভারতীয় অধিনায়কের দায়িত্ব ছিল গিলের কাঁধেই।

সঙ্গে থাকুন ➥
X