ভেঙে গেল শ্রেয়স আইয়ারের ৫ বছরের পুরনো রেকর্ড

Published:

shreyas iyer sad
Follow

কলকাতাঃ T20 ক্রিকেটে এখন বিশ্ব কাঁপাচ্ছেন তরুণ ভারতীয় ব্যাটার তিলক বর্মা। এমনকি তিনি এখন T20 ক্রিকেটে বিশ্বের তিন নম্বর সেরা ব্যাটসম্যান। এই কথা বলছে খোদ আইসিসি। সদ্য সমাপ্ত হওয়া ভারত, দক্ষিণ আফ্রিকা সিরিজে পরপর দুটি ম্যাচে অনবদ্য দুটি সেঞ্চুরি করেছিলে তিলক বর্মা। যার জেরে তাঁর র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটে এবং তিনি T20 ব্যাটারদের তালিকায় তিন নম্বর স্থান দখল করেন।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি শতরান তিলক বর্মার

সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৪ টি২০ ম্যচে ২৮০ রান করেছিলেন তিলক বর্মা। এবং শেষ দুটি ম্যাচে ওপেনে নেমে পরপর দুটি সেঞ্চুরিও করেন তিনি। যার জেরে তাঁকে ম্যান অফ দ্য সিরিজও ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বিস্ফোরণ ঘটানোর পর এবার ঘরোয়া ক্রিকেটেও তাণ্ডব দেখালেন তিলক। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই তিলকের ব্যাট থেকে এসেছে আরেকটি শতরান।

শ্রেয়স আইয়ারের রেকর্ড ভাঙলেন তিলক বর্মা

আন্ত্রজাতি ও ঘরোয়া ক্রিকেটে পরপর তিন তিনটি শতরান করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিলক বর্মা। পাশাপাশি তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে T20 তে ১৫০ রানের গণ্ডিও পেরিয়েছেন। যার জেরে আরেকটি রেকর্ডও তাঁর নামের পাশে যুক্ত হয়েছে। পাশাপাশি তিলক বর্মা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শ্রেয়স আইয়ারের ৫ বছর আগে করা সর্বাধিক রানের রেকর্ডও ভেঙে ফেলেছেন।

গতকাল শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নামে হায়দরাবাদ। টসে হেরে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় মেঘালয়। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৪৮ রানের বিরাট ইনিংস খেলেন হায়দরাবাদের ব্যাটাররা।

তিলক বর্মার ইনিংস

এই ম্যাচে তিলক বর্মা মাত্র ৫১ বলে নিজের শত্রান পূর্ণ করেন। পরের ১৫ বলে তাঁর রান ১০০ থেকে ১৫০ হয়ে যায়। মোট ১৪ টি চার ও ১০ টি ছয়ের সাহায্যে মাত্র ৬৭ বলে ১৫১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিলক বর্মা। আর এই ১৫১ রানের ইনিংস খেলে শ্রেয়স আইয়েরের ৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন তিনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join