বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের ফাইনালটা বোধহয় জিততে পারত না ভারত, যদি না দাঁতেদাঁত চেপে লড়তেন ভারতীয় তারকা তিলক বর্মা। মাত্র 22 বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটারের ক্ষমতা কতটা তা হারে হারে টের পেয়েছে পাকিস্তান। গত ষষ্ঠীর রাতে ভারতের হয়ে 69 রানের গুরুত্বপূর্ণ যোগদান রেখেছিলেন তিলক। এশিয়া কাপ শেষের পর এবার সেই ম্যাচ নিয়েই মুখ খুললেন ভারতীয় তারকা। প্রকাশ করলেন, পাকিস্তানি উইকেট কিপার মহম্মদ হ্যারিসের নোংরামি (Tilak Varma On Pak Wicket keeper)!
পাক উইকেট কিপারকে নিয়ে মুখ খুললেন তিলক
সম্প্রতি ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেদিনের ম্যাচের এক অজানা ঘটনা প্রকাশ্যে আনেন ভারতীয় তারকা। তিলক বর্মার কথায়, ‘আমরা তখন পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করছিলাম। 20 রানে আমাদের 3 উইকেট পড়ে গিয়েছে, এমন সময়ে পেছন থেকে পাকিস্তানি উইকেট কিপার মহম্মদ হ্যারিস আমায় বলছেন, এটা মুম্বাই না! এটা IPL ও না! আমাদের পেস অ্যাটাকের সামনে তোমরা এই রান চেজ করতে পারবে না!’
পাকিস্তানি ক্রিকেটারের তরফে এমন কটুক্তি শুনেও চুপ ছিলেন তিলক। ভারতীয় ক্রিকেটারের বক্তব্য, ‘ওই সময়টায় ঠান্ডা মাথায় খেলার প্রয়োজন ছিল।’ আসলে মুখে না বলেও ফাইনালের মঞ্চে কাজের কাজ করে দেখিয়েছেন তিলক বর্মা। 22 বছরের এই ভারতীয় ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন, ভারতের কাছে কিছুই অসম্ভব নয়।
অবশ্যই পড়ুন: ২০২১ সালের পর এই প্রথম, চলতি মাসেই ভারত সফরে আসছেন তালিবান মন্ত্রী মুত্তাকি
উল্লেখ্য, পাকিস্তানকে উড়িয়ে জয় নিশ্চিত করার পরই ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিলক বর্মা স্পষ্ট জানান, যথেষ্ট চাপ ছিল। তবে প্রবল চাপের মধ্যেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পেরে তিনি খুশি। তিলকের কথায়, ‘প্রতিপক্ষের প্লেয়াররা ভাল বোলিং করেছে। তারা ক্রমশ গতি বাড়াচ্ছিল। আমি প্রতিমুহূর্তে শান্ত থাকার চেষ্টা করছিলাম। বিশ্বাস ছিল আমি পারবো। আমরা প্রতিটি পজিশনের জন্য প্রস্তুত ছিলাম।’ এদিন ম্যাচের পর তিলককে বলতে শোনা যায়, ‘মাথায় যখন চাপ থাকবে তখন আপনাকে নমনীয় হতে হবে। আমি যেকোনও পজিশনে ব্যাট করতে প্রস্তুত ছিলাম সেদিন।’
They were saying to Tilak “Ye mumbai nahi hai, iPl nahi hai”
He replied with bat 🤣😂🤣 pic.twitter.com/2LvdR8iftl— ROYAL BHARAT (INDIAN)🇮🇳 (@royal_mogile) September 29, 2025