বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টির চেনা রাস্তা ধরে শনিবারও ইংল্যান্ডকে ফিরতি পথ দেখিয়েছে ভারত (India Vs England)। এদিন ভারতের বাঁ হাতি তরুণ ব্যাটসম্যান তিলক বর্মার 72 রানের দুর্ধর্ষ ইনিংসের কাঁধে চেপে জস বাটলার বাহিনীকে মাথা নোয়াতে বাধ্য করে টিম ইন্ডিয়া। সেই সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে আউট না হয়ে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছেন তিলক।
2 উইকেট হাতে রেখে ভারতকে জয়ের সিঁড়িতে পৌঁছে দেওয়ায় ম্যান অফ দ্য ম্যাচের মুকুটও মাথায় চড়েছে বর্মার। তবে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে সাফল্য অর্জনের পরই ম্যাচ শেষে প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসায় ভেসেছেন ভারতীয় তারকা। দলের জয়ের কারণ হিসেবে কোচ গম্ভীরের পরিকল্পনা ও প্রতিটি কৌশলগত পদক্ষেপকে সামনে এনেছেন তিলক।
শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বর্মার কেরামতি
গতকাল অর্থাৎ শনিবারের টি-টোয়েন্টি ম্যাচের আগের 3 আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথমটিতে 19 রান, দ্বিতীয়টিতে 120 ও তৃতীয়টি 107 রানের ইনিংস দিয়ে শেষ করেছিলেন তিলক বর্মা। ভারতীয় তারকার টি-টোয়েন্টি রানের সাথে শনিবারের 72 রানের ইনিংস জুড়ে রান সংখ্যাটা দাঁড়িয়েছে 318-তে। তিলকের আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের ঝুলিতে। তিনি আউট না হয়ে সর্বোচ্চ 271 রান গড়েছিলেন। পরবর্তীতে বিনা উইকেটে সর্বোচ্চ রান গড়ার দৌড়ে তালিকায় নাম ওঠে শ্রেয়াস আইয়ার (240), অ্যারন ফিঞ্চ (240) এবং ডেভিড ওয়ার্নারের (239)।
গম্ভীরের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন তিলক
শনিবারের হাইভোল্টেজ ম্যাচটা ভারতের জয় দিয়ে শেষ হওয়ার পর কোচ গম্ভীরের প্রশংসায় সরব হন ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের নেপথ্যে কোচ গম্ভীরের পরিকল্পনাকে উল্লেখ করতে গিয়ে তিলক বলেন, দলের জয়ের কারণ কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা। এটা মূলত তাঁর কৌশলগত পদক্ষেপের কারণেই হয়েছে। প্রথম উইকেটটা একটু কঠিন ছিল।
শুরুর দিকে একের পর এক উইকেট পড়ছিল। গৌতম স্যার আমাকে বলেছিলেন, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে। বর্মা আরও বলেন, গম্ভীর স্যারের বক্তব্য ছিল ওভারে যদি 7-8 রানের দরকার হয় সে ক্ষেত্রে প্রতি ওভারে একটি করে বাউন্ডারি খুঁজতে হবে। সব রকম পরিস্থিতি বুঝেই তাঁকে 3 নম্বরে ব্যাট করতে নামিয়েছিলেন গম্ভীর।
আরও পড়ুন: নাইটদের MI বধ, সুনীল নারিনের ঘূর্ণির জোরে বেকাবু পোলার্ডরা
দলের অবস্থা বুঝে রক্ষণাত্মক ব্যাটিং করতে হয়েছিল বর্মাকে
ঝড়ের গতিতে ইংল্যান্ড বাহিনীর কাছে উইকেট দিয়ে বসছে ভারতীয় দল। এহেন আবহে একের পর এক উইকেট পড়তে দেখে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে শুরু করেন 3 নম্বরে আসা তিলক বর্মা। এদিন ইনিংসের শুরুতে বেশ কিছুক্ষণ ধীর গতিতে ব্যাট চালিয়েছিলেন তিলক। প্রথম ছয় বলে তাঁর ব্যাট থেকে মাত্র 2 রান এসেছিল। তবে চতুর্থ ওভার শুরু হতেই জোফরা আর্চারের বলকে মাঠের বাইরের সীমানা দেখান তিলক।
ইংল্যান্ড তারকার চার বলে 2টি ছয় হাঁকান তিনি। এরপর কার্সকেও ব্যাটের ঝোড়ো হাওয়া দেখিয়েছিলেন বর্মা। প্রথমদিকে দাপুটে ব্যাটিংয়ের ওপর ভর করে 15 বলে 26 রানে পৌঁছে যান তিলক। ভারত যখন ষষ্ঠ উইকেটে ঠিক সেই সময়ে নিজে দলের রক্ষণভাগ সামলে ওয়াশিংটন সুন্দরকে আক্রমণাত্মক ব্যাট করার সুযোগ করে দিয়েছিলেন ভারতের বর্মা।