বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেবি পক্ষের সূচনা লগ্নে এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানকে হারিয়েছে ভারত। অভিষেক শর্মা ও শুভমন গিলের বিধ্বংসী লড়াইয়ে তৈরি হওয়া জয়ের ভীত পোক্ত করেই 6 উইকেটে লক্ষ্য পূরণ করেছিলেন তিলক বর্মারা। সুপার ফোরের মঞ্চে পাকিস্তান বধের পরই টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সাজঘরে ওঠে রাম রাম ধ্বনিও। যেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, ইম্প্যাক্ট প্লেয়ারের পদক নিতে গিয়ে এক সাপোর্ট স্টাফের পা ছুঁয়ে প্রণাম করতে যান তিলক। সেই ছবিও নেট পাড়ায় খুব ভাইরাল।
সাপোর্ট স্টাফের পা ছুঁয়ে প্রণাম তিলক বর্মার!
সোমবার, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। যে ভিডিওতে দেখা গিয়েছে, জয়ের পর ভারতীয় দলের সাজঘরে হই রব। সেখানেই ইমপ্যাক্ট প্লেয়ারের পদক নিতে গিয়ে টিম ইন্ডিয়ার এক সাপোর্ট স্টাফের পা ছুঁয়ে প্রণাম করতে যান ভারতীয় তারকা তিলক। যদিও তার আগে ঘটেছিল এক স্মরণীয় ঘটনা। তিলকের হাতে পদক তুলে দেওয়ার আগে টিম ইন্ডিয়ার থ্রোডাউন বিশেষজ্ঞ রাঘবেন্দ্র দিবাজি ভাষণ দেওয়ার সময় বলেন, সকলকে জানাই রাম রাম। প্রতিভা ঈশ্বরের দেওয়া, নম্র থেকো। খ্যাতি মানুষের দেওয়া, তাই কৃতজ্ঞ থাকো। মনসংযোগ নিজের তৈরি করা খুব সাবধানে থাকো।
এদিন রঘু আরও বলেন, অনুপ্রেরণা কিন্তু সাময়িক, তবে শৃঙ্খলা চিরস্থায়ী। আজকের ম্যাচে কেউই নিখুঁতভাবে খেলেনি। তাই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। সাফল্য কখনও শেষ হয়ে যেতে পারে না। ব্যর্থতা একেবারেই চূড়ান্ত নয়। রঘুর ভাষণে একপ্রকার মুগ্ধ হয়ে যায় ভারতীয় দল। মন দিয়ে সমস্ত ভাষণ শোনার পর ড্রেসিং রুম জুড়ে ওঠে হাত তালি। এরপরই তিলক বর্মাকে ডাকেন রঘু। দলের থ্রোডাউন বিশেষজ্ঞের কাছ থেকে পদক নেওয়ার আগে নত মস্তকে তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে যান তিলক। যা দেখে কার্য তো হেসে গড়াগড়ি খেয়েছিলেন টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটাররা। হাসছেন নেট নাগরিকরাও।
অবশ্যই পড়ুন: ঘরের মাঠে ইউনাইটেড বধ! ৪৮ ঘণ্টার মধ্যেই ফের CFL চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, গত রবিবার ম্যাচ সেরার পুরস্কার না পেলেও ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে তিলক বর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ারের পদক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। আর সেটা পাওয়ার পরই ভারতীয় তারকা জানান, আগের দুই ম্যাচেও শেষ করে আসার কথা ভেবেছিলাম। কিন্তু সম্ভব হয়নি। আজ সুযোগ পেয়েছি তাই কাজে লাগালাম। প্রতিযোগিতার শেষ পর্যন্ত এভাবেই টিকে খেলতে চাই।