বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফেডারেশন বনাম FSDL ঝঞ্ঝাটের মাঝেই আসল খেল দেখাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগ আদৌ হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে একাধিক দল। লাল হলুদও সেই তালিকার বাইরে নয়। ফেডারেশন ও FSDL এর নতুন চুক্তি নিয়ে জটলার মাঝে বর্তমানে সকলের অপেক্ষা সুপ্রিম কোর্টের রায় নিয়ে। তবে সেসবের মধ্যেও কাজের কাজ করে দেখাচ্ছে মশাল বাহিনীর ম্যানেজমেন্ট।
সদ্য, রাজস্থান ইউনাইটেডের 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার দীঘল ফুটবলার মার্তন্ড রায়নাকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এই তারকাই গত মরসুমে রাজস্থানের হয়ে আই লিগ কাঁপিয়েছিলেন। আর সেই চুক্তির 24 ঘন্টা পার হতেই তড়িঘড়ি আই লিগে রিয়েল কাশ্মীর এফসির হয়ে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার রামাসাঙ্গা টিলাইছুনকে 3 বছরের জন্য সই করিয়ে নিল লাল হলুদ ব্রিগেড।
রামাসাঙ্গার লাল হলুদে আসার নেপথ্যে বড় কারণ
গত মরসুমে আই লিগের মঞ্চে রিয়েল কাশ্মীর এফসির হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন রামাসাঙ্গা। শুধু তাই নয়, আইজল এফসি হয়েও দু’বছর মাঠ কাঁপিয়েছিলেন তিনি। লাল হলুদে আসার জন্য সেটুকু যথেষ্ট না হলেও এর বাইরে গিয়েও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাঝ মাঠে ম্যাচের গতি পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে এই ফুটবলারের!
সেই দক্ষতা দেখেই হয়তো তাঁকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। তবে যে কথা না বললেই নয়, রামাসাঙ্গার লাল হলুদে আসার নেপথ্যে বড় হাত রয়েছে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটোর। খোঁজ নিয়ে জানা গেল, তাঁর উদ্যোগেই নাকি মিজোরামের এই তরুণ ফুটবলারকে দলে নিয়েছে বাগান প্রতিবেশী।
রামসঙ্গা প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরে সিংটো জানিয়েছিলেন, ও দলে যোগ দেওয়ায় আমাদের শক্তি কয়েকগুণ বাড়বে। গত সিজেনে আই লিগে দুর্দান্ত পারফর্ম করেছে রামাসাঙ্গা। মূলত সেই পারফরমেন্স দেখেই ওকে নির্বাচন করা হয়েছে। ভারতীয় ফুটবলের উচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ওর।
ওকে দলে পেয়ে আমরা সত্যিই খুশি। কার্যত, একই সুর শোনা গিয়েছিল প্রধান কোচ অস্কারের গলাতেও। লাল হলুদের হেডস্যার বলেছিলেন, ওর গোল করার ক্ষমতা আছে। পারফরমেন্সও বেশ ভাল। ও দলে আসায় মাঝ মাঠের বিকল্প বাড়ল।
অবশ্যই পড়ুন: টেস্ট ক্রিকেট বিরক্তিকর! লর্ডসে ব্যাজবল নিয়ে ইংল্যান্ডকে ব্যাঙ্গ শুভমনের, ভাইরাল ভিডিও
উল্লেখ্য, সদ্য ইস্টবেঙ্গলে যোগ দেওয়াটা একেবারে স্বপ্নপূরণের মতো মনে হচ্ছে মিজোরামের তরুণ ফুটবলার রামাসাঙ্গার। ভারতীয় তারকা বলেন, ইস্টবেঙ্গলে যোগ দিতে পারাটা আমার জন্য স্বপ্ন পূরণের থেকে কিছু কম নয়। লাল হলুদ জার্সি গায়ে তোলার জন্য মুখিয়ে রয়েছি। ইস্টবেঙ্গলের হয়ে আমি আমার সেরাটা উজাড় করে দিতে চাই। সর্বোপরি দলকে ট্রফি যেতে চাই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |