Indiahood-nabobarsho

জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগল মোহনবাগান! ফাইনালের আগেই জোর ধাক্কা ছেত্রী শিবিরে

Published on:

Two Bengaluru FC footballers uncertain for ISL final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিন পেরোলেই বহু প্রতীক্ষিত ISL ফাইনাল। মহাযুদ্ধের রণক্ষেত্র এবার সবুজ মেরুনের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবার সেখানেই সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে বাগান। ফাইনালের কথা মাথায় রেখে ইতিমধ্যেই শহরে পা পড়েছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ছেলেদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাতে মাত্র একটা দিন, তাই লিগশিল্ড জয়ীদের বিরুদ্ধে ঘাম ছোটানো অনুশীলন করছে জেরার্ড জারাগোজার দল। এহেন আবহে ম্যাচের প্রাক্কালে বড় ধাক্কা খেলো বেঙ্গালুরু! সূত্রের খবর, চোট সমস্যার কারণে অনিশ্চিত হয়ে পড়লেন দুই দিকপাল তারকা।

ফাইনালের আগেই ধাক্কা পেল বেঙ্গালুরু!

চিরশত্রু বাগানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। তাই তড়িঘড়ি কলকাতায় এসে জোর অনুশীলন সারছেন ছেত্রীরা। দলে চোটের সমস্যা বহু আগে থেকেই। এবার সেই পুরনো ক্ষততেই ফের আঘাত পেল বেঙ্গালুরু! সূত্রের খবর, বর্তমানে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় জর্জরিত দলের তারকা মিডফিল্ডার সুরেশ সিং। যার জেরে ফাইনালে আগে একেবারে জোর ধাক্কা খেয়েছে কর্নাটকের এই দল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সূত্রের খবর, বৃহস্পতিবার দলের ফিজিক্যাল ট্রেনিংয়ে দেখা মিললেও অনুশীলনে নামেননি তিনি। ফলত, চোট গুরুতর হওয়ায় ফাইনালের মঞ্চে অনিশ্চিত হয়ে পড়লেন সুরেশ। একই সাথে, চোটের কারণে অনিশ্চয়তা বেড়েছে দলের আরেক বিশ্বস্ত তারকা রাহুল ভেকে-কে নিয়ে। খোঁজ নিয়ে জানা গেল, ভেকে কিছুটা ফিট হলেও তাঁকে নিয়ে নাকি সাহসী সিদ্ধান্ত নিতে চাইছে না ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: সেকেন্ডের মধ্যে গুঁড়িয়ে যাবে শত্রু, ভারতের এই মারণ অস্ত্রকে ভয় পায় বিশ্ব

ফলত, ISL ফাইনালে, বাগানের ঘরের মাঠে দুই তারকাকে ছাড়া লড়াইটা বেঙ্গালুরুর পক্ষে যে যথেষ্ট কঠিন হতে চলেছে, একথা আপাতত বুঝে গিয়েছেন অনেকেই। ওয়াকিবহাল মহলের দাবি, শনিবার বেঙ্গালুরুর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে লাভের গুড় খেতে চাইবে মোহনবাগান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group