বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ ইস্টবেঙ্গলের আকাশে আশঙ্কার মেঘ। ফরোয়ার্ড লাইন নিয়ে এবার কপালে চিন্তার ভাঁজ বেড়েছে লাল হলুদের কলকাতা ময়দানের কোচ বিনো জর্জের। কলকাতা ফুটবল লিগে মেসারার্সদের পরাস্ত করে যাত্রা শুরু করলেও আপাতত দুই স্ট্রাইকারকে নিয়ে মাথায় আকাশ ভেঙেছে লাল হলুদের!
কেননা, শুক্রবার সুরুচি সংঘের বিরুদ্ধে ঘরোয়া লিগে নামার আগেই অনিশ্চিত দুই স্ট্রাইকার। বর্তমানে চোট সমস্যায় ভুগছেন তাঁরা। মূলত সেই কারণেই কলকাতা ফুটবল লিগের শুক্রবারের আসরে যথেষ্ট চাপে থাকবে মশাল দল!
ফের চোট সমস্যায় ভুগছে বাগান প্রতিবেশী
লাল হলুদ সূত্রে খবর, ইতিমধ্যেই চোটের কারণে অনিশ্চিত জেসিন টিকে। সম্প্রতি গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। অনুশীলনে নেমেই রিহ্যাবের উদ্দেশ্যে ছুটেছেন এই লাল হলুদ ফুটবলার। অন্যদিকে গত ম্যাচে জাল কাঁপানো মনোতোষ মাজি বর্তমানে আনফিট। কাজেই তাঁকে নিয়েও অনিশ্চয়তা বেড়েছে লাল হলুদ শিবিরে।
এমতাবস্থায়, দুই স্ট্রাইকারকে নিয়ে অনিশ্চয়তার মাঝে কার্যত রাগের বশেই বিনো জর্জ বলে ফেললেন, দলে সমস্যা রয়েছে। যদিও এদিন লাল হলুদ কোচের তরফে জানানো হয়, সমস্যা থাকলেও আগামী ম্যাচে জয়ের জন্য আমরা আশাবাদী।
ভরসা এখন নবাগত
লাল হলুদের বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রে খবর, দুই স্ট্রাইকারকে নিয়ে চরম অনিশ্চয়তার মাঝে বর্তমানে শুক্রবারের দল নিয়ে যথেষ্ট চিন্তিত কোচ বিনো জর্জ। তবে সূত্রের খবর, শেষ পর্যন্ত দুই স্ট্রাইকারের মধ্যে কাউকেই না পাওয়া গেলে লাল হলুদের ভরসা হতে পারেন নবাগত অ্যান্ড্রুজ। কেননা, তাঁকে ছাড়া আর কোনও বিকল্প রাস্তা দেখছে না ইলিশ প্রেমীদের দল।
অবশ্যই পড়ুন: ভারত-পাক দ্বন্দ্বের আবহে মুখোমুখি হচ্ছে কোহলির RCB ও বাবরের পেশাওয়ার জালমি!
উল্লেখ্য, গত ম্যাচে প্রতিপক্ষকে 7 গোলের মালা পরালেও লাল হলুদের ডিফেন্স বিভাগ এখনও শক্ত হাতে গড়ে তুলতে পারেননি জর্জ। আসলে মেসার্সদের ম্যাচে চাকু মান্ডি ও মনোতোষদের ভুল বোঝাবুঝির কারণে বেশ কয়েকবার সুযোগ তৈরি করে ফেলেছিল প্রতিপক্ষ।
তাই শুক্রবারের ম্যাচে লাল হলুদ কোচের লক্ষ্য হবে প্রতিপক্ষের দুর্গ ভেঙে জোরালো আক্রমণ শানানো। তবে নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি নিজস্ব রক্ষণভাগও শক্ত হাতে বেঁধে রাখতে চাইছেন কোচ বিনো জর্জ, যাতে শত্রুপক্ষের ছেলেরা ইস্টবেঙ্গলের দুর্গ ভেঙে আক্রমণ করতে না পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |