বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাঙালির আবেগকে ধোকা দিতে চায় না বাগান কর্তারা। তাই হয়তো কলকাতায় আসন্ন ডার্বি আয়োজনের শেষ চেষ্টা চলেছিল দীর্ঘদিন। তবে মন গলেনি প্রশাসনের। ফলত কলকাতার বিকল্প হিসেবে খোঁজ শুরু হয় ভিন্ন ময়দানের। অবশেষে সল্টলেক স্টেডিয়ামের বদলে ডার্বি আয়োজনের ক্ষেত্রে গুয়াহাটিকে বেছে নিয়েছে মোহনবাগান।
11 ফেব্রুয়ারি যে ডার্বি ম্যাচ আয়োজিত হচ্ছে একথা নিশ্চিত। তবে তা গুয়াহাটিতেই হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে বসেছিলেন সমর্থকরা। এবার বাধ ভাঙল অপেক্ষার। ডার্বির রণক্ষেত্র হিসেবে চূড়ান্ত হলো গুয়াহাটি। কিন্তু তার আগে বড় খবর শোনালো ইস্টবেঙ্গল (East Bengal FC)। জানা যাচ্ছে, চির প্রতিদ্বন্দ্বীদল মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগেই লাল হলুদ ব্রিগেডে দুই বিদেশি ফুটবলারকে ভেড়াতে পারেন কোচ অস্কার ব্রুঁজো। লাল হলুদের সূত্র বলছে, তাঁদের পরিচয় আপাতত গোপন রাখলেও ডার্বির আগেই তা প্রকাশ্যে আনবে গঙ্গা পাড়ের ক্লাব।
কোস্টারিকার স্ট্রাইকারকে সই করাবে লাল হলুদ!
ইস্টবেঙ্গলের প্রাথমিক লক্ষ্য এখন ফেব্রুয়ারির ডার্বি ম্যাচ। যার কারণে আগের ম্যাচগুলিতে দুর্দান্ত পারফর্ম করতে হবে দলের ছেলেদের। এমনকি সোমবারের ম্যাচেও মুম্বই সিটি এফসিকে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলতে হবে লাল হলুদদের। তবে এসবের মাঝেই আনোয়ার আলিকে নিয়ে সংশয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সল ক্রেসপোও চোটের কারণে স্পেনে ফিরে গিয়েছেন। তবে বর্তমানে তিনি ফিট থাকলেও সমস্যার কারণে ভারতে ফিরতে পারছেন না বলেই জানিয়েছেন কোচ অস্কার।
কাজেই আসন্ন ম্যাচগুলিতে পরিস্থিতির বদল না হলে ইস্টবেঙ্গল যে যথেষ্ট রক্ষণভাগ সমস্যায় ভুগবে একথা বলার অপেক্ষা রাখে না। তাই বিপদ এড়াতে দলে সই করাতে পারেন কোস্টারিকার স্ট্রাইকার জুরগুয়েনস মন্টেনেগ্রো। সূত্র বলছে, ডার্বি ম্যাচের আগেই মিউনিসিপাল লিবেরিয়ার হয়ে খেলা এই ধুরন্ধর ফুটবলারকে দলে টানতে পারে ইস্টবেঙ্গল। বলা বাহুল্য, শুধু কোস্টারিকাতেই নয়, আলবেনিয়া ও বলিভিয়ার লিগ পর্বেও অংশগ্রহণ করেছেন মন্টেনেগ্রো। মনে করা হচ্ছে, লিবেরিয়ার হয়ে 15 ম্যাচে 6 গোল করা এই ফুটবলারকে দুঃসময়ে দলে ভেড়ালে লাভের মুখ দেখতে পারে লাল হলুদ।
কলকাতা হচ্চে না ডার্বি ম্যাচ
আপামর বাঙালির আবেগকে গুরুত্ব দিয়ে অন্যান্য মরসুমের মতোই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দুই চির প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল ডার্বি আয়োজক বাগান কর্তারা। তবে সেই সিদ্ধান্তে সায় মেলেনি রাজ্য প্রশাসনের। মূলত, গঙ্গাসাগর মেলাকে সামনে রেখেই ডার্বিতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলেই জানিয়ে দেয় কলকাতা পুলিশ। কাজেই পুলিশি নিরাপত্তার অভাবে কলকাতা ময়দান থেকে ভিন প্রতিবেশী আসামে সরে যাচ্ছে ডার্বির হাইভোল্টেজ ম্যাচ।