বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে চাপানো প্লেয়ার এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। প্রধান আসরে (IPL 2025) নামার আগেই অনুশীলন ম্যাচে নিজের জাত চিনিয়েছেন তিনি। 25 বছর বয়সি নাইট ক্রিকেটার লুভনিথ সিসোদিয়া সম্প্রতি টিম গোল্ড KKR বনাম টিম পার্পল KKR-এর অনুশীলন ম্যাচে ঝড়ো ব্যাটিং দেখিয়েছিলেন।
তবে শুধু ব্যাট হাতেই নয়, জোড়া গ্লাভসেও দক্ষ তিনি। হ্যাঁ, কর্নাটকের এই ক্রিকেটার একজন দক্ষ উইকেটকিপার-ব্যাটার। যেই প্রতিভা আরও কিছুটা জেঁকে বসেছে নাইট শিবিরে ভিড়তেই। তরুণ খেলোয়াড়ের অনুশীলন ফর্ম দেখেই তাঁকে শনিবারের প্রথম একাদশে রাখতে পারে KKR। ফলত, 22 মার্চের প্রাক্কালে পুরনো সঙ্গীকে নিয়ে কার্যত চাপে রয়েছে বেঙ্গালুরু।
RCB-তে ছিলেন লুভনিথ
কলকাতা নাইট রাইডার্সে আসার আগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন কর্নাটকের এই তরুণ ব্যাটসম্যান। 2022 সালে বেঙ্গালুরু দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন লুভনিথ। মূলত 20 লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে টেনেছিল RCB। পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্সের তরফে তাঁকে 30 লক্ষ টাকায় কিনে নেওয়া হয়। এবার শাহরুখ খানের টিম নাইট রাইডার্সের হয়েই নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন সিসোদিয়া।
বড় শট খেলা ও দুর্দান্ত উইকেটকিপিং করার দক্ষতা রয়েছে তাঁর। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে নাইটের জার্সি গায়ে উইকেট কিপিং করতে দেখা গিয়েছে লুভনিথকে। যেই দৃশ্যে রিঙ্কু সিংয়ের একটি দুরন্ত বল ক্যাচ করতে দেখা গিয়েছিল তাঁকে। কাজেই দুই গুরুত্বপূর্ণ ভূমিকায় সড়গড় হওয়ায় তাঁকে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম একাদশে রাখার সম্ভাবনা বেশ প্রবল।
অবশ্যই পড়ুন: ১০,০০০ ড্রোন একসাথে উড়িয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে আবুধাবি, কী দেখাবে তাতে?
চাপ বাড়ল গুরবাজ-ডি’ককদের?
এবারের IPL মরসুমে শাহরুখের দলে দুই তাবড় বিদেশি, কুইন্টন ডি’কক ও রহমানউল্লাহ গুরবাজ রয়েছেন। তাঁরা দুজনেই ব্যাটিংয়ের পাশাপাশি অসাধারণ উইকেটকিপিং করেন। তবে প্রথম একাদশে যেকোনও একজনকে সুযোগ দিতে পারবে নাইট ম্যানেজমেন্ট। ফলত, দুই তারকাকে নিয়ে চাপের মাঝেই এবার তৃতীয় বিকল্প হিসেবে নিজের জাত চেনাচ্ছেন আরেক তরুণ উইকেট কিপার-ব্যাটার লুভনিথ সিসোদিয়া।
কর্ণাটক দলের এই ক্রিকেটারের সাম্প্রতিক পারফরমেন্স নজর কেড়েছে নাইট কর্তাদের। অনেকেই মনে করছেন, বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম একাদশে তাঁকেই সুযোগ দিতে পারে KKR। ফলত, এ মরসুমে লুভনিথ ভাল পারফর্ম করলে চাপ বাড়তে পারে ডিকক ও গুরুবাজের। কেননা, বিকল্প উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে লুভনিথকে দলে নেওয়া হলে বিশ্রামে থাকতে হবে তাঁদের।