কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দুই IPL তারকা, তালিকায় KKR-র তুরুপের তাস

Published on:

Two players including KKR star dropped from Central contract of cricket South Africa

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস। বিশ্বের দ্রুত বোলারদের মধ্যে অন্যতম বিধ্বংসী প্রতিভা তিনি। তবে এ মরসুমে তাঁকে এখনও পর্যন্ত বল হাতে নাইটদের হয়ে মাঠে নামতে দেখা যায়নি। বেঙ্গালুরুর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ হোক কিংবা মুম্বইয়ের বিরুদ্ধে হারের লড়াই, সব ক্ষেত্রেই বারংবার তাঁর অভাব ভুগিয়েছে দলকে।

এবার সেই তুখড় পেসারকেই বড় ধাক্কা দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (Cricket South Africa)। হ্যাঁ, সম্প্রতি কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। 18 ক্রিকেটারের সেই তালিকায় জায়গা হয়নি নাইট বোলারের। বাদ পড়েছেন আরও এক প্রোটিয়া নায়ক।

দুই তারকাকে বাদ দিয়েই কেন্দ্রীয় চুক্তি

সম্প্রতি 18 জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তির একটি নতুন তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট। তবে দুঃখের বিষয়, কেন্দ্রীয় চুক্তির সেই তালিকায় জায়গা পাননি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বের অন্যতম ধুরন্ধর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাইনরিখ ক্লাসেন। একই সাথে তালিকায় জায়গা হয়নি KKR-র অন্যতম ভরসাযোগ্য পেসার এনরিখ নরকিয়ারও।

কেন জয়াগ পাননি দুই তারকা?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, দক্ষিণ আফ্রিকান তারকা ক্লাসেন নাকি নিজেই সরে দাঁড়িয়েছেন বোর্ডের চুক্তি থেকে। জানা গিয়েছে, ওয়ানডে ও টেস্ট ভুলে তিনি শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে খেলতে চান। ফলত, তিন ফরম্যাটে বিদ্যমান না থাকার কারণে, নিয়ম অনুযায়ী নিজেই বোর্ডের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন প্রোটিয়া তারকা।

ওয়াকিবহাল মহল বলছে, ক্লাসেন এই সিদ্ধান্ত নিয়েছেন মূলত বিভিন্ন দেশের লিগ ক্রিকেট খেলার জন্যই। বিশেষজ্ঞ মহলের দাবি, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও রাসি ভ্যানরা দেশের হয়ে সব ধরনের সিরিজ খেলার জন্যই বোর্ডের চুক্তিতে নাম তুলেছেন। তবে সূত্রের খবর, বেছে বেছে মূলত দ্বিপাক্ষিক সিরিজেই অংশ নেবেন তাঁরা। সেই মতোই করা হয়েছে হাইব্রিড চুক্তি।

এখন প্রশ্ন, তাহলে নরকিয়াকে কেন বাদ রাখা হল? দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য নাম এনরিখ নরকিয়া। ক্রিকেট বিশ্বের দ্রুতগতির বোলারদের মধ্যে অন্যতম তুখড় পেসার তিনি। তবে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে, চোটজনিত সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নরকিয়া, তবে এখনও পর্যন্ত কলকাতার হয়ে মাঠে নামতে পারেননি তিনি।

জানা গিয়েছে, মূলত চোটের কারণেই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। জানা যাচ্ছে, এই দুই ক্রিকেটার ছাড়া মোটামুটি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রথম সারির যোগ্য সব খেলোয়াড়ই কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেয়েছেন।

অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই নতুন প্লেয়ার কিনল KKR

কেন্দ্রীয় চুক্তির মেয়াদ?

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2026 সালে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই তড়িঘড়ি কেন্দ্রীয় চুক্তি বাড়িয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই কারণেই কেন্দ্রীয় চুক্তির মেয়াদ একেবারে 2026 সালের 31 মে পর্যন্ত করে নিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট।

সঙ্গে থাকুন ➥