বাঘ থেকে ভিজে বিড়াল! চুনোপুঁটি UAE-র কাছে হেরে নাক কাটাল বাংলাদেশ

Published on:

UAE defeats Bangladesh in second match of international T20 series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর সংযুক্ত আরব আমিরশাহিকে হালকাভাবে নেওয়াই কাল হল বাংলাদেশের (Bangladesh)। প্রথম আসরে পেসার মুস্তাফিজুর রহমানের ভরসাযোগ্য বোলিংয়েই প্রতিপক্ষ আমিরশাহিকে পরাস্ত করেছিল ওপার বাংলার ছেলেরা।

তবে দ্বিতীয় ম্যাচে পাশা পাল্টে দিলেন অমিরশাহি অধিনায়ক মহম্মদ ওয়াসিম। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের যন্ত্রণা কাটিয়ে উঠল UAE। সিরিজের দ্বিতীয় আসরে বাংলাদেশকে প্রথমবারের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারিয়ে 1-1 সিরিজ ড্রয়ের পাশাপাশি পদ্মা পাড়ের বুকে কালি ছিটিয়ে দিল ওয়াসিমের দল।

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল UAE!

গত শনিবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে 191 রানের ভরসাযোগ্য ইনিংস খেলেও কিছুটা চাপে ছিল বাংলাদেশ। কেননা, অমিরশাহি অধিনায়ক ওয়াসিম একপ্রকার বেঁকে বসেছিলেন। ব্যাট হাতে এদিন ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন তিনি। যদিও শেষ পর্যন্ত ওপার বাংলার টাইগার পেসার মুস্তাফিজুরের ভরসাযোগ্য বোলিংয়ে ভর করে জিতে যায় পদ্মা পাড়ের দল।

তবে বাংলাদেশের জয় একেবারে হৃদয় নিয়ে নিয়েছিল আমিরশাহি। ফলত, ব্যর্থতার বেড়াজাল থেকে বেরোতে একেবারে উঠে পড়ে লাগে বিদেশিরা। শেষমেষ সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে উপস্থিত হয় বাংলাদেশ ও আরব আমিরশাহি। তবে, প্রথম ম্যাচে জয়ের পর এদিন খুব সম্ভবত প্রতিপক্ষকে ছোট চোখেই দেখেছিল বাংলাদেশ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

যার মসুল ইঞ্চিতে ইঞ্চিতে গুনতে হল লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের। এদিন কার্যত একার কাঁধে দায়িত্ব নিয়েই বাংলাদেশকে মাঠ ছাড়া করেছিলেন UAE অধিনায়ক। সোমবার টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে 2 উইকেট হাতে রেখেই বধ করে আমিরশাহি। আর এরপরই একপ্রকার লজ্জায় মাথা কাটা গিয়েছে ওপার বাংলার ছেলেদের।

অবশ্যই পড়ুন: মেট্রোর ইতিহাসে প্রথম! কলকাতায় পৌঁছল দুটি দানবাকৃতির মেশিন, শুরু হচ্ছে পার্পল লাইনের কাজ

বিশেষজ্ঞরা বলছেন, সহজ ম্যাচে বাংলাদেশের এমন পরাজয় আসলে দলের ছেলেদের জন্যই হয়েছে। ওপার বাংলার বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী মনে করছেন, বাংলাদেশ যদি এদিন প্রতিপক্ষকে হালকা ভাবে না নিত তাহলে হয়তো, সোমবার মুখের হাসি চওড়া হতো তাদেরই। যাইহোক, আপাতত সিরিজে সমতা বজায় রেখে আগামীকাল তৃতীয় আসরে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরশাহি। আর সেখানেই নিজেদের শেষ হিসেব বুঝে নিতে চাইবে দুই দলই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥