RR ম্যাচের আগেই KKR শিবিরে অশান্তি! প্রধান কোচের সাথে মতবিরোধ! দল ছাড়ছেন বিদেশি?

Published on:

kkr team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে এখনও পর্যন্ত জাতের খেলা দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। মূলত দলের ব্যাটিং বিপর্যয় ও অধিনায়ক অজিঙ্কা রাহানের একাধিক ভুল সিদ্ধান্তকে নাইটদের ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন অনেকেই। এমতাবস্থায়, নাইট শিবির থেকে ভেসে আসছে ডামাডোলের খবর।

শোনা যাচ্ছে, খেলোয়াড়দের হতাশাজনক পারফরমেন্সের মাঝে এবার নাকি প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত একেবারে কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন। আর সে কারণেই দলের এক বিদেশি খেলোয়াড়ের সাথে পন্ডিতের মতবিরোধ একেবারে তুঙ্গে উঠেছে। সূত্রের খবর, দলের খারাপ সময়ে কোচ চন্দ্রকান্ত পন্ডিত নাকি চাইছেন না তাঁর ছেলেরা প্রতিপক্ষ দলের ছেলেদের সাথে বেশি মেলামেশা করুক! আর এতেই নাইট শিবিরে বেঁধেছে জোর অশান্তি!

কোচের আচরণে ক্ষুব্ধ নাইট তারকা

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, কলকাতা নাইট রাইডার্সের পথপ্রদর্শক তথা প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নাকি দলের ছেলেদের প্রতিপক্ষ ক্রিকেটারদের সাথে মেলামেশা করতে বারণ করছেন! ম্যাচ জয়ের পর নাইট ক্রিকেটাররা অন্য দলের খেলোয়াড়দের সাথে উইনিং টেবিল ভাগাভাগি করুক এটা তিনি চান না! শোনা যাচ্ছে, কলকাতার এক বিদেশী ক্রিকেটারের সাথে এমন সিদ্ধান্ত নিয়ে কঠোর হতে গিয়েই নাকি তাঁর সাথে বিতর্কে জড়ান কোচ চন্দ্রকান্ত।

সূত্র বলছে, ওই বিদেশি নাকি চেয়েছিলেন জাতীয় দলের সতীর্থ খেলোয়াড়ের সাথে রাতের ডিনার ভাগাভাগি করতে। যিনি কিনা অন্য আরেক IPL দলের হয়ে খেলছেন। আর সেই খবর কানে আসতেই বিষয়টি নিয়ে ঘোর আপত্তি প্রকাশ করেন KKR কোচ চন্দ্রকান্ত পন্ডিত। খোঁজ নিয়ে জানা গেল, ব্যক্তিগত জীবনে কোচের হস্তক্ষেপ একেবারেই মেনে নিতে পারেননি ওই বিদেশী। আর এরপরই চন্দ্রকান্ত পন্ডিতের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। সব মিলিয়ে, নাইটদের দুরবস্থার মাঝে দলের অন্দরে এমন অশান্তি একেবারেই শুভকর নয়!

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: ভ্যাবাচ্যাকা খাবে পাকিস্তানের যুদ্ধ বিমান, সীমান্তে মোক্ষম খেল দেখাল ভারত

হিটম্যান উপাধি পেয়েছিলেন চন্দ্রকান্ত পন্ডিত

কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মূলত তাঁর সুশৃংখল মনোভাব ও কর্তব্য পরায়ন স্বভাবের জন্য হিটম্যান তকমা পেয়েছিলেন। খেলোয়াড়দের প্রতি কঠোর হওয়ার কারণেই তাঁকে হিটম্যান বলে ডাকেন অনেকেই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগে খেলোয়াড়দের প্রতি এমন কঠোরতা একেবারেই কাম্য নয়! চন্দ্রকান্ত তাঁর দলের ছেলেদের প্রতি যে কঠোর মনোভাব নিয়েছেন তা আসলেই ক্রিকেটারদের ওপর চাপ বৃদ্ধি ছাড়া আর কিছু নয়!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥