১১ বছর বয়সে ছেড়েছিলেন ঘর, থাকতেন কোচের বাড়িতে! KKR তারকার কাহিনী অবাক করবে

Published on:

untold story of a KKR Player

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 11 বছর বয়সে পরিবার ছেড়ে 22 গজে কিছু করে দেখানোর খিদে নিয়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন তিনি (KKR Player)। বাবা-মা খেলাধুলার জগতের অন্যতম নক্ষত্র, তাই স্পোর্টস ছিল তাঁর রক্তে। আর সেই রক্তের টান থেকেই মুম্বইয়ে রাস্তায় রাস্তায় ক্রিকেট খেলতে শুরু করেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একদিন এভাবেই মুম্বইয়ের গালি ক্রিকেট খেলতে খেলতেই নিজের ক্রিকেট সত্তাকে চিনেছিলেন সেই তরুণ। তবে তিনিও যে ব্যাট হাতে কিছু করে দেখাতে পারবেন, তা প্রথম বুঝেছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার অভিষেক নায়ারের কথায়। হ্যাঁ, যার কথা বলা হচ্ছে, তিনি এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম চেনা মুখ, কলকাতা নাইট রাইডার্সের বিশ্বাস, অঙ্গকৃষ রঘুবংশী।

অঙ্ককৃষ রঘুবংশীর সংঘর্ষের গল্প

জন্মটা দিল্লিতে হলেও মাত্র 11 বছর বয়সে মনে কয়েক লাখ স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পাড়ি দেয় ছেলেটা। এরপর শুরু হয় নিজের মধ্যে লুকিয়ে থাকা ক্রিকেট সত্তার খোঁজ। দীর্ঘদিন ধরে মুম্বইয়ের অলি-গলিতে ক্রিকেট খেলেছেন তিনি। তবে ভাগ্যের ফের, তাঁকে পরিচয় করায় ভারতীয় ক্রিকেটের অন্যতম রত্ন অভিষেক নায়ারের সাথে। এরপর থেকে নাকি তাঁর বাড়িতেই থাকতে শুরু করেন KKR তারকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে, মুম্বই যাওয়ার আগে কলেজের কোচ মনসুর আলি খানের নির্দেশে অনুশীলন করলেও মুম্বই পৌঁছে নায়ারের দেখানো পথে হেঁটে অনুশীলন শুরু করেন অঙ্গকৃষ। খোঁজ নিয়ে জানা গেল, দিল্লির জিমখানায় দীর্ঘ অনুশীলনের পর ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ারের কথাতেই রঘুবংশীকে মুম্বই পাঠিয়েছিল তাঁর পরিবার।

জানা যায়, কাকা সাহেলের কথাতেই অভিষেকের সাথে আলাপ হয় রঘুবংশীর পরিবারের। আর এরপরই ভারতীয় তারকার কথায় মুম্বই যাওয়ার ছাড়পত্র পান অঙ্গকৃষ। শোনা যায়, পরবর্তীতে অভিষেক নায়ারের কোচিংয়েই নিজেকে মেরে ধরেছিলেন রঘুবংশী। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, রঘুবংশীর সাথে অভিষেকের সম্পর্ক গুরু শিষ্যর থেকেও বেশি বাবা-ছেলের মতোই ছিল।

অভিষেক ম্যাচেই কামাল

বাবা অবনীশ রঘুবংশী ভারতীয় টেনিস দলে প্রতিনিধিত্ব করেছেন, অন্যদিকে মা মল্লিকা খেলেছেন ভারতীয় বাস্কেটবল দলের হয়ে। ফলত, পরিবারের সাথে খেলাধুলার যোগ থাকায় ক্রিকেট জগতে পা রাখতে খুব একটা সমস্যা হয়নি নাইট তারকা রঘুবংশীর। জানা যায়, ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ারের কোচিংয়ে মাত্র 17 বছর বয়সে ভারতের হয়ে আইসিসি অনূর্ধ-19 প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচ। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক ম্যাচে ব্যাট হাতে একেবারে জ্বলে উঠেছিলেন রঘুবংশী। বলে রাখি, কলকাতার জার্সি গায়ে ডেভিউ ম্যাচেই মাত্র 27 বলে 54 রানের বড় ইনিংস খেলেছিলেন তিনি। যা আজও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সি ক্রিকেটারের অর্ধশত রানের রেকর্ড হিসেবে জায়গা ধরে রেখেছে।

অবশ্যই পড়ুন: সাদা বলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ভারত, নতি স্বীকার ট্র্যাভিস হেডের

প্রসঙ্গত, এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে 13 ম্যাচে অংশ নেওয়া তাবড় ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী চলতি মরসুমেও নিজের জাত চেনাতে শুরু করেছেন। বেঙ্গালুরুর বিপক্ষে মরসুমের উদ্বোধনী ম্যাচে 30 রান করেন ভারতের এই তরুণ প্রতিভা। পরবর্তী দুই ম্যাচে সেভাবে নজরে আসতে না পারলেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ম্যাচে 50 রানের ভরসাযোগ্য ইনিংস খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারের বিশ্বাস রঘুবংশী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group