ম্যাচের শেষ বল করে দলকে জিতিয়ে পিচেই মৃত্যু বোলারের! মর্মান্তিক ঘটনা ভারতীয় ক্রিকেটে

Published:

UP Cricketer Death after match due to heart attack
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক হাড় কাঁপানো ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। ম্যাচ চলাকালীন বোঝা যায়নি কিছুই। তবে খেলা শেষ হতেই ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। উত্তরপ্রদেশের মোরাদাবাদে রবিবার একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেই ম্যাচেই শেষ বল করে দলকে জিতিয়েই মাটিতে লুটিয়ে পড়েন এক বোলার। সেখানেই তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর (UP Cricketer Death)। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে।

ঠিক কী ঘটেছিল?

গতকাল অর্থাৎ রবিবার উত্তর প্রদেশের মোরাদাবাদের বিলারি ব্লকের একটি ক্রিকেট গ্রাউন্ডে এক বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল ইউপি ভেটেরান্স ক্রিকেটের পক্ষ থেকে। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল মোরাদাবাদ এবং সম্বল দল। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে খবর, ম্যাচটি জিততে 4 বলে 14 রান প্রয়োজন ছিল সম্বল ক্রিকেট দলের। সেই মতোই, প্রতিপক্ষের বিরুদ্ধে বল হাতে জোরালো আক্রমণ শনাচ্ছিলেন মোরাদাবাদের বাঁ হাতি পেসার আহমার খান।

এদিন, আঁটসাঁট বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। 11 রানে জিতে যায় দল। আর এরপরেই ঘটে বড়সড় দুর্ঘটনা। ম্যাচের শেষ বলটি করেই মাটিতে লুটিয়ে পড়েন পেসার আহমার খান। ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে, ম্যাচের শেষ বল রিলিজ করার পরই তড়িঘড়ি ক্রিজেই লুটিয়ে পড়েন ওই বোলার। প্রথমদিকে সতীর্থরা ভেবেছিলেন জয়ের কারণে হয়তো আবেগী হয়ে মাটিতে শুয়ে পড়েছেন তিনি। তবে পরে জানা যায় আসল ঘটনা।

সূত্রের খবর, আহমারকে মাটিতে পড়ে থাকতে দেখে ছুঁটে যান সতীর্থরা। বেশ কয়েকবার ডাকাডাকির পর সাড়া না মেলায় আশেপাশের বেশ কয়েকজন তাঁকে CPR দেওয়ার চেষ্টা করেন। তাতেও কাজ না হওয়ায় দ্রুত ওই বোলারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। যেই ঘটনায় ইতিমধ্যেই শোকস্তব্ধ উত্তর প্রদেশ ক্রিকেট।

 

অবশ্যই পড়ুন: আজ বিশ্ব ব্যর্থতা দিবস! জানুন এই দিনের গুরুত্ব, কীভাবে, কবে থেকে শুরু হয়েছিল সবকিছু

উল্লেখ্য, ম্যাচের পর বোলারের আকস্মিক মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক হাজি মহম্মদ ফাহিম ইরফান। মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা মৃত আহমারের পরিবারে, স্ত্রী, দুই সন্তান এবং বোন রয়েছে। প্রিয়জনের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন তারা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join