বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথমবারের মতো দুই ওয়ানডের দুটিতেই শূন্যতে আউট হয়েছেন তিনি। কোহলির মতো একজন ক্রিকেটারের কাছ থেকে যা কখনই আশা ছিল না ভক্তদের। বন্ধু রোহিত শর্মা যেখানে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়ে দ্বিতীয় ম্যাচে কামাল দেখিয়েছেন, সেই পর্বে দাঁড়িয়ে বারবার ব্যর্থ হচ্ছেন বিরাট। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে খেলোয়াড়ের কেরিয়ার নিয়ে। তাহলে কি সিরিজ শেষেই অবসর? বেশ কয়েকটি সূত্র বলছে, অবসর না নিলেও নাকি ভারতীয় দলের বাইরেই থাকতে হবে কোহলিকে!
তৃতীয় ওয়ানডেতে ব্যর্থ হলে জাতীয় দলে আর সুযোগ হবে না কোহলির?
ভারতীয় মহাতারকার ব্যর্থতা মেনে নিতে পারছে না ক্রিকেট ভক্ত থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় খেলোয়াড়রাও।ইতিমধ্যেই কোহলি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফক্স স্পোর্টসকে রবি শাস্ত্রী জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব বিরাট কোহলিকে ছন্দে ফিরতে হবে। ফর্মে ফিরতে না পারলে ভারতীয় দলে খেলাটা কঠিন। সেটা বিরাট, রোহিত কিংবা অন্য যেই হোক না কেন!’ এদিন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এও বলেছিলেন, ‘রোহিত এবং বিরাটের ওয়ানডে ফর্ম দুর্দান্ত। তবে দলে টিকে থাকতে হলে সঙ্গে থাকতে হলে নিজেদের প্রমাণ করতে হবে!’
প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ওরফে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের কথায় একটা বিষয় খুব স্পষ্ট, আসলে বিরাট কোহলি যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ও একই ভাবে ব্যর্থ হন, সেক্ষেত্রে ভারতীয় দলে তার আগামী দিনগুলি যথেষ্ট কঠিন হতে চলেছে। এক কথায়, অবসর না নিলেও নিজের খারাপ ফর্মের কারণে টিম ইন্ডিয়ার বাইরেই থাকতে হবে বিরাট কোহলিকে! যদিও এ প্রসঙ্গে মুখ খোলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
অবশ্যই পড়ুন: মিসাইল যান থেকে টর্পেডো! তিন সেনার জন্য ৭৯ হাজার কোটির প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের
উল্লেখ্য, আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে। অস্ট্রেলিয়া যেহেতু ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে তাই এই ম্যাচ ভারতের কাছে সম্মান রক্ষার। তবে দলের পাশাপাশি বিরাট কোহলিকেও এই আসরে লড়াই করতে হবে। যদিও পুরনো পরিসংখ্যান বলছে, সিডনিতে বিরাটের রেকর্ড একেবারেই ভাল নয়। কাজেই শনিবারও যদি শনির দশা কাটিয়ে উঠতে না পারেন কোহলি, সে ক্ষেত্রে 2027 বিশ্বকাপ দূর, পরবর্তী ওয়ানডে সিরিজেই জায়গা পাওয়াটা কঠিন হবে তাঁর।












