বিয়ের আগেই বড় দায়িত্ব KKR তারকার! সরকারি অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছেন রিঙ্কু সিং

Published:

Uttar Pradesh government appoints Rinku Singh as government officer
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু পাথর ভেঙেছেন তিনি! অসম্ভবকে সম্ভব করে দেখানো নাকি তাঁর বাঁ হাতের খেলা! ভারতীয় দলের জার্সি গায়েও তিনি সাবলীল। তবে সাম্প্রতিক সময়ে রিঙ্কুর সংবাদ শিরোনামে উঠে আসার কারণ সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান পর্ব।

তবে এবার কিছুটা ভিন্ন কারণে প্রচারের সার্চলাইট নিজের দিকে ঘুরিয়ে নিলেন KKR তারকা। জানা যাচ্ছে, 22 গজ কাঁপানোর পর এবার নতুন চাকরি জীবন শুরু করতে চলেছেন রিঙ্কু (Rinku Singh New Job)। তাও আবার যে সে চাকরি নয়, একেবারে সরকারি দপ্তরে বড় পদ পেয়েছেন ভারতীয় দলের অন্যতম চেনা মুখ রিঙ্কু।

সরকারি চাকরিতে অভিষেক হচ্ছে রিঙ্কুর

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের বিয়ে নিয়ে একাধিক জল্পনা কল্পনার মাঝেই উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার কলকাতা নাইট রাইডার্সের তারকা ফিনিশারকে এবার বড় পদে বসাল।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যোগী আদিত্যনাথ সরকারের সিদ্ধান্তে রিঙ্কু হয়ে গেলেন সরকারি অফিসার। হ্যাঁ, জানা গিয়েছে, 2022 আন্তর্জাতিক পদক বিজয়ী সরাসরি নিয়োগ বিধি মেনে ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করা হচ্ছে রিঙ্কু সিংকে। কিন্তু হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল যোগী সরকার?

হঠাৎ কেন রিঙ্কুকে সরকারি চাকরিতে নিয়োগ করল যোগী সরকার?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন বলছে, ভারতীয় দলের হয়ে যেসব ক্রিকেটার আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করেছেন, যাঁরা মূলত ভারতীয় দলের হয়ে বিশ্বের বহু দেশে কামাল দেখিয়ে এসেছেন, পাশাপাশি নিজের সাথে সাথে রাজ্যের নামও তুলে ধরেছেন বিশ্বের দরবারে এবার এইসব খেলোয়াড়কেই রাজ্য সরকারের বিশেষ পদে বসানোর জন্য বড় উদ্যোগ নিল যোগীর সরকার। আর সেই সূত্র ধরেই, রিঙ্কু পাচ্ছেন সরকারি অফিসারের পদ।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের পর এবার গঙ্গা জল চুক্তি নিয়ে বাংলাদেশকে বড় ঝটকা দিতে চলেছে ভারত

কবে থেকে নতুন চাকরিতে যোগ দেবেন রিঙ্কু?

আপাতত যা খবর, ডিরেক্টর অব বেসিক এডুকেশনের তরফে ভারতীয় তারকার কাছে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি পত্র পাঠানো হয়েছে। সূত্রের যা খবর, মূলত বিশেষ কিছু কারণে প্রিয়া সরোজের সাথে বিয়ে স্থগিত হয়ে গিয়েছে রিঙ্কুর, ফলত, আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে বিয়ে পর্ব মিটিয়ে একেবারে সরাসরি নতুন কর্মজীবনে পদার্পণ করবেন KKR তারকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join