লজ্জা পাবে নামীদামী প্লেয়ারও! IPL-এ বৈভব সূর্যবংশীর বল প্রতি কত আয় হল জানেন?

Published on:

Vaibhav Suryavanshi earned more than Rs 60,000 per run in the IPL 2025 season

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে বিহারের ভূমিপুত্র কিশোর বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) দলে টেনে প্রথম চমক দেখিয়েছে রাজস্থান রয়্যালস। গত নভেম্বরে 1.10 কোটি টাকায় সঞ্জু স্যামসনদের দলে পা রাখা বালক সূর্যবংশী নিজের জাত চিনিয়েছেন শুরু থেকেই। IPL-র অভিষেক ম্যাচে ঝলক দেখিয়ে সকলের মনে হালকা দাগ কেটেছিলেন বিহারের এই তুখড় প্রতিভা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পরবর্তীতে গুজরাতের বিপক্ষে মাত্র 35 বলে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বড় নজির রেখেছেন বৈভব। বিশ্বের তাবড় তাবড় বোলারদের পিটিয়ে শতরান গড়ার মাধ্যমে তিনি যে শুধুই ভারতের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হয়ে উঠেছেন তেমনটা নয়, একই সাথে বৈভব প্রমাণ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধুই বড়দের খেলা নয়।

আসলে ক্রিকেট যে বয়সের তোয়াক্কা করে না সে কথা বহু বাঘা ক্রিকেটারদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি। গতকাল চেন্নাইয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের যাত্রা শেষ করেছে রাজস্থান। সেই ম্যাচেও 57 রানের ফিনিশিং টাচ দিয়ে গেছেন বৈভব। তবে অনেকেই হয়তো জানেন না, রাজস্থানের তরফে 1.10 কোটি টাকা পাওয়ার পাশাপাশি IPL ম্যাচগুলিতে প্রতি রানের হিসেবে মোট টাকা ঘরে তুলেছেন বৈভব। অঙ্কটা জানলে হয়তো পিলে চমকে উঠবে আপনারও!

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রতি রানের হিসেবে কত টাকা পেয়েছেন বৈভব?

চলতি মরসুমেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে তাঁর। আর এই অভিষেক সিজেনেই নিজের পারফরমেন্স দিয়ে বৈভব সূর্যবংশী নামটা ক্রিকেট মহলে রাঙিয়ে দিয়েছেন বিহারের ভূমিপত্র। তবে দলের হয়ে শুধুই রান করেননি বৈভব, সেই সাথেই আয় করেছেন প্রচুর অর্থও। রিপোর্ট বলছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 7 ম্যাচে নিয়মিত ছিলেন বৈভব।

আর সেই সূত্রেই, প্রতি ম্যাচে রানের হিসেবে অর্থ গিয়েছে তাঁর পকেটে। কত টাকা তুলেছেন এভাবে? যা জানা যাচ্ছে, এবারের গোটা সিজেনে উপস্থিত থাকা বৈভব এ মরসুমের 7 ম্যাচে অংশগ্রহণ করে প্রতি ম্যাচের জন্য আলাদাভাবে 7.5 লক্ষ টাকা পেয়েছেন। যার অর্থ, 7 ম্যাচ মিলিয়ে ম্যাচ ফি বাবদ 52.5 লক্ষ টাকা আয় করেছেন সূর্যবংশী।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের জের, ২২০০০০০০০০ টাকা ক্ষতির মুখে পাকিস্তান

বলা বাহুল্য, ম্যাচ ফি ছাড়াও একটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন বৈভব, সেই সূত্রেই পুরস্কার বাবদ তাঁর হাতে উঠেছিল 1 লক্ষ টাকা। একই সাথে, স্টাইকার অফ দ্যা ম্যাচের পুরস্কারও পেয়েছিলেন বৈভব। যার জন্য আরও 1 লক্ষ টাকা জমেছিল বৈভবের। সব মিলিয়ে, IPL 2025 সিজনে রাজস্থানের 1.10 কোটি টাকার ছাড়াও ম্যাচ ফি সহ অন্যান্য পুরস্কার বাবদ 1 কোটি 64 লক্ষেরও বেশি টাকা আয় করেছেন সঞ্জীব পুত্র বৈভব।

কাজেই যদি সামগ্রিকভাবে বৈভবের IPL 2025 সিজনের আয়ে নজর রাখা যায় সে ক্ষেত্রে রান প্রতি 65 হাজার 277 টাকা পেয়েছেন রাজস্থানে জয়সওয়াল সতীর্থ। উল্লেখ্য, এ যাত্রায় 7 ম্যাচে অংশ নিয়ে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি মিলিয়ে মোট 252 রান করেছেন সূর্যবংশী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group