অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যর্থ বৈভব সূর্যবংশী! ছোটদের খেলায় এগিয়ে ভারত

Published:

Vaibhav Suryavanshi Failure against Australia u 19 second test
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 19 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবেন টিম ইন্ডিয়ার বড়রা। আর তার আগেই অজিদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে লড়ছে ভারতের অনূর্ধ্ব 19 দল। সেই আসরের প্রথম টেস্ট 58 রানে জিতেছে ভারতের ছেলেরা। বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে 113 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে দ্বিতীয় টেস্টে পা রাখতেই ব্যর্থ হলেন তিনি। প্রথম ইনিংসে রান পেলেন না 14 বছরের উদীয়মান তারকা (Vaibhav Suryavanshi Failure) ।

ব্যর্থ বৈভব সূর্যবংশী

ভারতীয় অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেই মতোই টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে গিয়ে শূন্য রানে আউট হয়ে ফেরেন সাইমন বাজ। 6 রানে আউট হন অ্যালেক্সও। এরপর থেকে ভারতীয় বোলিং বিভাগের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার টপ এবং মিডল অর্ডার। ঝড়ের গতিতে উইকেট পড়তে থাকলে দলের দায়িত্ব সামলান উইকেট রক্ষক অ্যালেক্স লি ইয়ং। তাঁকে সঙ্গ দিয়েছিলেন যশ দেশমুখ। তবে শতচেষ্টা করেও 135 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

এদিন ভারতের হয়ে 3টি করে উইকেট তুলেছিলেন হেনলি পটেল এবং খিলান পটেল। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে উধব মোহন দুটি এবং দীপেশ দেবেন্দ্রন একটি উইকেট পেয়েছিলেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। বিহান মালহোত্রা থেকে শুরু করে অধিনায়ক আয়ুষ মাত্রে এমনকি বৈভব সূর্যবংশীও এদিন রান পাননি। গত টেস্টে সেঞ্চুরি করলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 20 রান পেয়েছেন বৈভব। এদিন ওপেনিং না করেও জলবা দেখাতে পারেননি তিনি।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপ জিতেই বোনকে ইলেকট্রিক স্কুটার উপহার দিলেন রিঙ্কু? রইল গাড়িটির ফিচার্স, দাম

অন্যদিকে, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বেদান্ত ত্রিবেদী 25 রান, খিলান পটেল 26 রান এবং হেনলি পটেল 22 রান পেয়েছিলেন। এছাড়া বাকিরা সে অর্থে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। যদিও দিনের খেলা শেষ হওয়ায় বর্তমানে 7 উইকেটে 144 রান করে আপাতত 9 রানে এগিয়ে রয়েছে ভারত। সেক্ষেত্রে প্রথম ইনিংসে কমপক্ষে 50 রানের লিড নিতে পারলে এগিয়ে যাবে আয়ুষরা। আর এসবের মাঝেই বারবার উঠে আসছে বৈভবের ব্যর্থতার প্রসঙ্গ। অনেকেই বলছেন, ‘গত ম্যাচে সেঞ্চুরি করায় আশা ছিল ওর উপর, তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেই আশা ধরে রাখতে পারল না বৈভব!’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join