বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL কাঁপিয়ে এবার ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন 14 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। হ্যাঁ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণে জাতের ক্রিকেট দেখিয়ে সকলের নজরে এসেছেন বিহারের ভূমিপুত্র সূর্যবংশী। IPL-র এ সিজনের অভিষেক ম্যাচে ঝলক দেখিয়েছিলেন বৈভব, তবে পরবর্তীতে গুজরাতের ম্যাচে মাত্র 35 বলে শতরান হাঁকিয়ে দর্শকদের ফুল শো দেখান সমস্তিপুরের কিশোর। এবার সেই ছেলেই যাচ্ছে ইংল্যান্ডে। খেলবে ভারতীয় দলের হয়ে।
IPL থেকেই ইংল্যান্ড সফরে ডাক পেলেন বৈভব
চেন্নাইয়ের বিরুদ্ধে ছন্দে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা শেষ করেছেন বৈভব সূর্যবংশী। তবে সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই নতুন দায়িত্ব হাতে পেলেন বৈভব। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-19 দল ঘোষণা করেছে ভারত। আর সেই দলেই ঠাঁই হয়েছে 14 বছর বয়সী বৈভবের।
16 সদস্যের দলে জায়গা হয়েছে এক CSK প্লেয়ারেরও
জানা যাচ্ছে, বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত 16 সদস্যের অনূর্ধ্ব-19 দলে বৈভব সূর্যবংশীর পাশাপাশি জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা আয়ুষ মাত্রে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সবচেয়ে বেশি নজর কেড়েছে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি।
ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ফরম্যাটেই খেলবেন বৈভবরা
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের মাটিতে ভারতের অনূর্ধ্ব-19 দল মূলত 3 ফরম্যাটেই অংশগ্রহণ করবে। জানা যাচ্ছে, ইংলিশদের বিপক্ষে প্রথমে 50 ওভারের প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব একদিনের ম্যাচ ও দুটি মাল্টি ডে ম্যাচে অংশ নেবেন ভারতের ছেলেরা।
দক্ষতা প্রমাণ করার বড় সুযোগ পেলেন বৈভব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হওয়ার পর নিজের অনবদ্য পারফরমেন্স দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন বৈভব। IPL-র এ যাত্রায় রাজস্থানের হয়ে 7 ম্যাচে অংশ নিয়ে 252 রান করেছেন সূর্যবংশী। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, জাতীয় দলে সুযোগ হওয়ায় এবার বৈভবের সামনে বড় পরীক্ষা। ইংল্যান্ডের বিরুদ্ধে এবারই তাঁকে নিজের দক্ষতার প্রমাণ দিতে হবে। অনেকেই বলছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যা করে দেখাতে পারেননি, সেই অপ্রাপ্তি এবার ইংল্যান্ডের সমবয়সীদের বিপক্ষে ঘুঁচিয়ে নেবেন বৈভব।
অবশ্যই পড়ুন: স্বপ্ন শেষ! বড় ঝটকা খেল ইস্টবেঙ্গল
ভারতের অনূর্ধ্ব-19 দল
আয়ুষ মাত্রে (অধিনায়ক), অভিজ্ঞান কুন্ডু (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্রা, মৌল্যরাজসিংহ চাবদা, হরবংশ সিংহ, আর এস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, হেনিল পটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা ও অনমোলজিৎ সিংহ।