চার-ছয়ে মাঠ কাঁপাচ্ছেন ১৪ বছরের বালক! টেস্টের আগেই বৈভব সূর্যবংশীর ভয়ে ঘুম উড়েছে ইংল্যান্ডের

Published on:

Vaibhav Suryavanshi hits four-sixes in a row before taking the field against England

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের ব্যটিং দেখিয়ে নজর কেড়েছিলেন সকলেরই। এবার সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) যাবেন ইংল্যান্ডে। মূলত অনূর্ধ্ব-19 দলের হয়ে ইংলিশদের ঘরের মাঠে 5টি বেসরকারি ওয়ানডে ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচও খেলবে ভারতীয় দল।

আর সেই মহারণের প্রাক্কালে অনুশীলন সেরে নিচ্ছেন সূর্যবংশীরা। খোঁজ নিয়ে জানা গেল, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই চার-ছয়ে একেবারে আগুন ঝরাচ্ছেন বিহারের ভূমিপুত্র। অনুশীলন ম্যাচেই, বৈভবের কামাল দেখে ঘুম উড়েছে ইংলিশ বোলারদেরও!

জোর কদমে চলছে প্রস্তুতি

ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই NCA ক্যাম্পে জোর কদমে প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতের অনূর্ধ-19 দল। আর সেখানেই বোলারদের পিটিয়ে ছাতু করছেন বৈভব বাবু। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করবেন বৈভব ও আয়ুষ মাত্রে। তাই মূল মঞ্চে নামার আগে নিজের ব্যাটের জোর কতটা তা একবার পরীক্ষা করে নিচ্ছেন সূর্যবংশী।

সূত্রের খবর, ইংলিশদের বিরুদ্ধে মাঠে নামার আগেই স্বদেশীদের বলে একের পর এক ছয় ও চার হাঁকাচ্ছেন বৈভব। ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে একপ্রকার আনন্দে আত্মহারা সূর্যবংশীর ভক্তরা।

 

অবশ্যই পড়ুন: বন্ধুর পিঠে ছুরি! ভারতের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করা দেশের সাথেই চরম বেইমানি পাকিস্তানের

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে গত বছর অর্থাৎ 2024 সালে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে 5 ইনিংসে খেলে 176 রান তুলেছিলেন বৈভব সূর্যবংশী। সেবার তাঁর গড় ছিল প্রায় 44। চলতি বছরও ইংল্যান্ডের বিরুদ্ধে আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিচ্ছেন বৈভব।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাতের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরির পাশাপাশি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিয়ম রক্ষার শেষ ম্যাচে বৈভবের 57 রানের ইনিংসও দাগ কেটে রয়েছে বহু সমর্থকের মনে। আর সেই ভরসা থেকেই অনেকেই আশা করছেন, ইংল্যান্ডের হোম গ্রাউন্ডেও ভারতের হয়ে আগুন ঝরাবেন বৈভব।

সঙ্গে থাকুন ➥