হঠাৎ খাওয়া বন্ধ করে দিলেন বৈভব সূর্যবংশী! ছেলেকে নিয়ে চিন্তায় গোটা পরিবার

Published:

Vaibhav Suryavanshi is eating and drinking less to lose weight
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ পরিশ্রমের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই ভাগ্য বদলেছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। তবে হঠাৎ তাঁকে নিয়ে চিন্তায় গোটা পরিবার! খাওয়া দাওয়া নাকি একেবারে ছেড়েই দিয়েছেন ভারতীয় ক্রিকেটার! ছেলের ওজন দিন দিন বাড়ছে, এদিকে পেটে যাচ্ছে না পর্যাপ্ত খাবার! আর এসব নিয়েই একপ্রকার চিন্তায় ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী।

খাওয়া ছেড়ে দিয়েছেন বৈভব?

বিহারের এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী জানান, এখন আর যা ইচ্ছা খায় না বৈভব। খাওয়া দাওয়ায় অনেকটাই দাড়ি টেনেছে সে! আসলে বুঝেশুনে খায়! ব্যালেন্স ডায়েট চলছে তাঁর! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হতেই দেহের ওজন অনেকটাই বাড়িয়ে ফেলেছিলেন বৈভব।

আর সেটা কমাতেই চলছে দৈহিক কসরৎ ও সুষম আহার। এক কথায়, ডায়েট করছেন বৈভব বাবু। ফলত, হঠাৎ করে ছেলে খাওয়া কমিয়ে দেওয়ায়, সেসব নিয়েই খানিকটা চিন্তায় রয়েছে বৈভবের পরিবার।

বৈভবকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বলেছিলেন দ্রাবিড়!

ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈভবের বাবা সঞ্জীব বলেন, রাজস্থান রয়্যালসের প্রধান কোচ রাহুল দ্রাবিড় আমাকে বলেছিলেন, তোমার কাজ এখন শেষ। এবার থেকে বৈভবের সব দায়িত্ব আমরা নেব। ও আমাদের পরিবারের অংশ। তবে সঞ্জীবকে শুধু এতটুকু দেখতে বলা হয়েছিল যে, মোবাইল এবং ইন্টারনেট অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে বৈভব যেন দূরে থাকে। রাহুল জানিয়েছিলেন, আমরা ওকে এমন ক্রিকেটার তৈরি করব যে দেশের হয়ে খেলবে।

অবশ্যই পড়ুন: পরমাণু শক্তিতেও পাকিস্তানকে দশ গোল দিল ভারত! এক নম্বরে কোন দেশ? রইল তালিকা

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে রাজস্থানের হয়ে নিজের জাত চিনিয়েছিলেন বৈভব। গুজরাতের বিরুদ্ধে কিশোরের মাত্র 35 বলে দুরন্ত সেঞ্চুরির মুহূর্ত আজও স্মরণীয় হয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। তাছাড়াও IPL-র শেষ নিয়ম রক্ষার ম্যাচে ধোনির দল চেন্নাইয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাটি ছেড়েছিলেন বিহারের ভূমিপুত্র। যদিও তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব-19 দলে জায়গা পেয়েছেন তিনি। বর্তমানে ইংল্যান্ড সফরেই রয়েছেন বৈভব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join